‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ এখন ভারতের শীর্ষস্থানীয় একটি জুয়েলারি প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। দীর্ঘ ৮৫ বছর ধরে যে কোনও উৎসব হোক বা অনুষ্ঠান সব ক্ষেত্রেই বরাবর ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ তাদের বিশেষ কালেকশনের মাধ্যমে সবসময় নিজের জায়গা ধরে রেখেছে। বর্তমানে তাদের সমগ্র ভারতবর্ষ জুড়ে মোট ১৬৭টি শোরুম রয়েছে। এই প্রতিষ্ঠানকে ৪ বছর ধরে দ্বিতীয় সর্বাধিক বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই ধনতেরাসে, ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ আপনাদের জন্য ১ গ্রাম থেকে ২০০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ধরনের ডিজ়াইনের গয়নার সম্ভার নিয়ে এসেছে, যা প্রতিটি ক্রেতার পছন্দের কথা মাথায় রেখে ডিজ়াইন করা হয়েছে। এই ধনতেরস উদ্যাপনের অংশ হিসেবে, শ্রী-ধনের কথা মাথায় রেখে, ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ নিয়ে এসেছে ‘শগুণ কালেকশন’। যেখানে ব্রাইডাল ডিজ়াইন সহ বিভিন্ন জুয়েলারি চালু করেছে, যার দাম শুরু হচ্ছে ১ লাখ থেকে। ‘শগুণ কালেকশনে’ সমসাময়িক গয়না থেকে শুরু করে রাজকীয় গয়না সব কিছুরই সম্ভার রয়েছে।

‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এর পরিচালক ও মার্কেটিং ও ডিজ়াইন বিভাগের প্রধান জয়িতা সেন, বলেছেন, “ধনতেরাসের মতো শুভ মুহূর্তের কথা মাথায় রেখে, আমরা মা লক্ষীর মতো পদ্মফুলের ন্যায় ডিজ়াইনের গয়না নিয়ে এসেছি। আমাদের ডিজ়াইনগুলি আধুনিক নারীর দৃষ্টিভঙ্গি বিচার করে চিন্তাশীলভাবে তৈরি করা হয়েছে। তা ছাড়াও ঐতিহ্যবাহী ধারণার সঙ্গে মিল রেখে, হালকা এবং পকেট ফ্রেন্ডলি গয়নাও রয়েছে এই কালেকশনে। আমাদের ডিজ়াইনগুলি ঐতিহ্য এবং আধুনিক চেতনাকে সমন্বয় করে একটি সংগ্রহ উপস্থাপন করে, যা নিশ্চিত করে যে আপনার জুয়েলারি শুধুমাত্র একটি মূল্যবান অলংকার নয়, বরং তা ভবিষ্যতের জন্য একটি মূল্যবান সম্পদও বটে।”
‘সেনকো’-এর শোরুমগুলিতে ১৮ অক্টোবর ১৮ থেকে ৩ নভেম্বর, ২০২৪ পর্যন্ত থাকছে নজরকাড়া অফার। যেখানে সোনার অলংকারের তৈরির খরচে প্রতি গ্রামে ৪৫০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট, হিরের গয়নার মজুরিতে থাকছে ১০% পর্যন্ত ছাড় এবং হিরে জুয়েলারির তৈরির খরচে ১০০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এ ছাড়াও ক্রেতাদের ক্রয়ের ভিত্তিতে ‘লাকি ড্র’-এর মাধ্যমে রয়েছে বিভিন্ন উপহার জেতার সুযোগ। যেখানে থাকছে ৩টি ইভি গাড়ি এবং ১৫টি অ্যাপ্ল আইফোন ১৬ স্মার্টফোন জেতার মতো সুযোগও। এ ছাড়াও বিভিন্ন কেনাকাটার ওপরে রয়েছে বিভিন্ন উপহার। অফার সীমিত সময়ের জন্য। তাই আজই পৌঁছে যান ‘সেনকো’র নিকটবর্তী স্টোরে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।