বিনা ভিসায় পাকিস্তানে যাওয়ার অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের তরুণ। — প্রতীকী চিত্র।
প্রেমিকার সঙ্গে দেখা করতে বিনা ভিসায় সীমান্ত পার করে পাকিস্তানে পৌঁছে যান উত্তরপ্রদেশের এক তরুণ। বৈধ নথি না দেখাতে পারার অভিযোগে বছর ত্রিশের ওই তরুণকে গ্রেফতার করেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পুলিশ। ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদন অনুসারে, তরুণের বাড়ি উত্তরপ্রদেশের আলিগড়ে। গত ২৭ ডিসেম্বর পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মান্ডি বাহাউদ্দিন শহর থেকে গ্রেফতার হন তিনি।
প্রেমিকার সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয় সমাজমাধ্যমে। সেখানেই বন্ধুত্ব এবং পরে প্রেম। কিন্তু কোনওদিন সামনাসামনি আলাপ হয়নি উভয়ের। অভিযোগ, প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য ভিসা ছাড়াই তিনি পৌঁছে যান পাকিস্তানে। সে দেশে ভ্রমণের কোনও বৈধ নথি না দেখাতে পারার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ। সে দেশের বিদেশি নাগরিক আইন (ফরেনার্স অ্যাক্ট)-এর আওতায় মামলা রুজু হয়েছে।
‘ইন্ডিয়া টুডে’ অনুসারে, তাঁকে পাকিস্তানের আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ জানুয়ারি তাঁকে ফের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশের ওই তরুণের না কি এটি তৃতীয় বারের চেষ্টা। এর আগেও দু’বার পাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। তবে ব্যর্থ হন।
পাকিস্তান এবং ভারতের নাগরিকদের মধ্যে এ ধরনের ঘটনা অবশ্য নতুন কিছু নয়। অতীতের বেশ কয়েক বার এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। গত বছরে ভারতীয় প্রেমিকের সঙ্গে দেখা করতে ভিসা ছাড়া এ দেশে চলে আসেন এক তরুণী। প্রেমের টানে পাকিস্তান থেকে দুবাই হয়ে কাঠমান্ডু পৌঁছেছিলেন তিনি। পরে সেখান থেকে ভারতে প্রবেশ করেন। ভারতে এসে ধরা পড়ার পর ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ওই তরুণীকে পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হয়।