Diamond Ring

নার্সিংহোমে রোগীর আঙুল থেকে উধাও হিরের আংটি! কর্তৃপক্ষের বিরুদ্ধে বহরমপুরের থানায় অভিযোগ

হাসপাতালের নিয়ম মেনে রোগীর আঙুলের আংটি খুলে নেন স্বাস্থ্যকর্মীরা। আত্মীয়দের হাতে সে সব আংটি ফেরত দেওয়া হয়। পরিবারের অভিযোগ, যে সব আংটি ফেরত দেওয়া হয়েছিল, তার মধ্যে হিরের আংটি ছিল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৬:০৭
Share:

বহরমপুর থানায় রানিবাগানের ওই নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রোগীর আত্মীয়েরা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

অচৈতন্য রোগীর আঙুল থেকে হীরের আংটি চুরির অভিযোগ উঠল বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। এই ঘটনায় বহরমপুর থানায় রানিবাগানের ওই নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রোগীর আত্মীয়েরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার বহরমপুরের খাগড়াঘাট এলাকার এক বাসিন্দা তাঁর অসুস্থ বাবাকে রানিবাগানের ওই নার্সিংহোমে ভর্তি করেন। চিকিৎসা শুরুর আগে হাসপাতালের নিয়ম মেনে রোগীর আঙুলের আংটি খুলে নেন স্বাস্থ্যকর্মীরা। তার পরে আত্মীয়দের হাতে সে সব আংটি ফেরত দেওয়া হয়। পরিবারের অভিযোগ, যে সব আংটি ফেরত দেওয়া হয়েছিল, তার মধ্যে হিরের আংটি ছিল না। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি অভিযোগ বহরমপুর থানায় দায়ের করেন রোগীর আত্মীয়েরা।

রোগীর এক আত্মীয় বলেন, ‘‘নার্সিং হোমে ভর্তির পরে তড়িঘড়ি রোগীর আঙুল থেকে সব আংটি খুলে নেওয়া হয়। বাকিগুলি ফেরত দেওয়া হলেও হীরের আংটি দেওয়া হয়নি।’’ মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাজিদ ইকবাল জানিয়েছেন, এই সংক্রান্ত একটি অভিযোগ মিলেছে। তদন্ত শুরু হয়েছে। নার্সিংহোমে বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement