viral video

বিমানের পাশে দাঁড়িয়ে সিগারেটে সুখটান! যাত্রীদের কাণ্ড দেখে হাসির রোল সমাজমাধ্যমে

বিমান ছাড়ার ঠিক আগে বাইরে সিঁড়িতে আরামে বসে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখা গিয়েছে কয়েক জন ব্যক্তিকে। গত ডিসেম্বরে ভিডিয়োটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৫:৫১
Share:

ছবি: সংগৃহীত।

বিমানের মধ্যে নানা উদ্ভট কীর্তিকলাপের ভিডিয়ো প্রায়শই সমাজমাধ্যমে ভাইরাল হয়। এ বার একটি ভিডিয়োয় যে দৃশ্য ছড়িয়ে পড়েছে, তা দেখে চোখকে বিশ্বাস করা কঠিন। ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বিমানের পাশে দাঁড়িয়ে ধূমপান করছেন কয়েক জন ব্যক্তি। নিজেদের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র মাথা না ঘামিয়েই বড়সড় বিপদ ডেকে আনার ব্যবস্থা করার চেষ্টা করছিলেন তাঁরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই ঘটনাটি পাকিস্তানের। ঘটনাটি কবে ঘটেছে সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। বিমান ছাড়ার ঠিক আগে বাইরে সিঁড়িতে আরামে বসে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখা গিয়েছে কয়েক জন ব্যক্তিকে। গত ডিসেম্বরে ভিডিয়োটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)

Advertisement

রাস্তাঘাটে বাসে-ট্রামে চড়ার আগে লোকজন যে ভাবে ধূমপান করেন ঠিক একই কায়দায় বিমানে চড়ার আগে সিগারেট খেতে দেখা গিয়েছে যাত্রীদের। কেউ বিমানের ঠিক পাশে উবু হয়ে বসে আরামে সুখটান দিচ্ছেন। যে ভাবে আড্ডা দিতে দিতে বা বাড়িতে বসে বিড়ি বা সিগারেট খেতে দেখা যায় ঠিক সে ভাবেই আবার অনেক যাত্রীকে দেখা গিয়েছে, তাড়াহুড়ো করে সিগারেটে শেষ টান দিয়ে বিমানের ভিতরে প্রবেশ করছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বিমান বিমানবন্দরে দাঁড়িয়ে আছে এবং ওড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিমানের দরজায় সিঁড়ি আছে, যেখান দিয়ে যাত্রীদের উপরে উঠতে দেখা যায়। এই ভাইরাল ভিডিয়োটি অ্যাডাল্টগ্রাম নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত ২৫ লাখের বেশি বার দেখা হয়েছে। যেখানে ১৬ হাজারেরও বেশি মানুষ এই ভিডিয়োটি শেয়ার করেছেন।

ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘এমন বোকামি কে করে?’’ অন্য এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘জ্বালানি ট্যাঙ্কটি পাশেই রয়েছে।’’ আরও এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘এটি ধূমপানের নতুন জায়গা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement