মদের দোকানে চুরি করতে ঢোকে চোর। ছবি: সংগৃহীত।
রাত ১০টায় দোকান বন্ধ হয়। তার পর রাত একটু গভীর হতেই সেই দোকানের সিলিং খুলে সন্তর্পণে ভিতরে ঢোকে এক চোর। চারপাশ তখন খাঁ খাঁ করছে। কেউই চোরকে দেখতে পাননি দোকানে ঢুকতে। ফাঁকা দোকানে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরাগুলো অকেজো করে দেয় সে! তার পর দোকানের ক্যাশবাক্সের তালা খোলে। সঙ্গে আনা গামছায় টাকা ভরে বেঁধে নেয় ভাল করে! সব কাজ মিটে যাওয়ায় নিশ্চিন্ত হয়।
নববর্ষের আগে বড় দাঁও মেরে খুশি সে। কিন্তু তখনও ভাবেনি ধরা প়ড়ে যাবে। লুটের সামগ্রী জড়ো করার পরই তার নজর পড়ে দোকানের আশপাশে। সাজানো মদের বোতল দেখে মন খুশিতে ডগমগ হয়ে ওঠে। প্রথমে দোকানের মধ্যে বসেই এক বোতল শেষ করে। তার পর একটা, তার পরও আরও একটা... এই ভাবে পর পর খান কয়েক মদের বোতল শেষ করে নেশায় বুঁদ হয়ে যায়। ভুলেই যায় চুরির কথা। ভুলে যায় পালানোর কথাও। দোকানেই আরাম করে নিদ্রায় যায়! তাতেই হাতেনাতে ধরা পড়ে সে।
তেলঙ্গানার মেডক জেলায় ‘কনকদুর্গা ওয়াইন্স’-এর মালিক সোমবার সকালে দোকান খুলে দেখেন এক ব্যক্তি নাক ডেকে ঘুমাচ্ছে। তার পাশে পড়ে কয়েকটি খালি মদের বোতল। আর পাশে রাখা কাপড়ের পুঁটলিতে তাড়া তাড়া নোট আর খুচরো। দোকানের সিলিং খোলা, ক্যাশবাক্সে টাকা নেই দেখেই দোকানের মালিক চুরির গল্প বুঝতে পারেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ এসে চোরকে তুলে হাসপাতালে নিয়ে যায়। তবে তখনও তার জ্ঞান ছিল না। চুরির মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। চোরের কোনও সহযোগী ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।