কোন ইঙ্গিত দিলেন কর্ণ জোহর? ছবি: সংগৃহীত।
সমাজ এবং ব্যক্তিগত জীবন প্রসঙ্গে মন্তব্য করতে কখনও পিছপা হন না কর্ণ জোহর। তবে অনেক সময়েই তাতে থাকে হেঁয়ালির ছোঁয়া। ইনস্টাগ্রামে এ বার সম্পর্ক নিয়ে তেমনই একটি পোস্ট করে নেটাগরিকদের একাংশের দৃষ্টি আকর্ষণ করেছেন কর্ণ।
কর্ণ ইনস্টাগ্রামের স্টোরিতে ইংরেজিতে কয়েক লাইন লিখেছেন। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘যখন আপনার প্রশিক্ষক আপনাকে একটা ‘চিট ডে’ দেন, তখন সেটা সম্পর্কের ক্ষেত্রে বর্তায় কি না, সেটা তাঁর জানার প্রয়োজন নেই। কিছু ঘটলে দোষ তাঁর।’’ কর্ণের এই বক্তব্য ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা। অনেকেই তাঁর পোস্ট করা লেখাটি ‘শেয়ার’ করেছেন। কেউ কেউ আবার কর্ণ সম্পর্কে রয়েছেন বলেও উল্লেখ করেছেন। যদিও কর্ণ কিন্তু এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেননি।
সম্প্রতি, কর্ণ তাঁর প্রযোজনায় ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবির ঘোষণা করেছেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। উল্লেখ্য, এর আগে কয়েক বছর আগে কার্তিককে নিয়ে ‘দোস্তানা ২’ ছবিটির ঘোষণা করেন কর্ণ। কিন্তু তার পর উভয়ের মতবিরোধের কারণে সেই ছবির কাজ আর শুরু হয়নি। নতুন করে কর্ণ-কার্তিকের গাঁটছড়া প্রকাশ্যে আসার পর দুই তারকার অনুরাগীরাই তাঁদের সাধুবাদ জানিয়েছেন।