CPM

‘৩৪ বছরে এমন আয়ারাম-গয়ারাম দেখেনি বাংলা’, দলবদল নিয়ে কটাক্ষ সুজনের

রবিবার চন্দননগর রথতলা থেকে জিটি রোড ধরে ভদ্রেশ্বর বাজার পর্যন্ত মিছিল করে বামেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দননগর শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৯:২০
Share:

চন্দননগরের মিছিলে সুজন চক্রবর্তী। নিজস্ব চিত্র

গত ৩৪ বছরে বাম আমলে এমন হারে দলবদল দেখেননি রাজ্যের মানুষ। একাধিক তৃণমূল নেতার বিজেপিতে যোগদান প্রসঙ্গে এই ভাষাতেই কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এ নিয়ে তৃণমূল এবং বিজেপি দুই শিবিরকেই আক্রমণ শানিয়েছেন তিনি।

Advertisement

রবিবার চন্দননগর রথতলা থেকে জিটি রোড ধরে ভদ্রেশ্বর বাজার পর্যন্ত মিছিল করে বামেরা। সেই কর্মসূচিতে যোগ দিয়ে সুজন বলেন, ‘‘দলবদল নিয়ে সাধারণ মানুষের মধ্যে খারাপ ধারণা তৈরি হয়েছে। গত ৩৪ বছরে কখনও এমন দলবদলের দেখেননি পশ্চিমবঙ্গের মানুষ যা তাঁরা এখন দেখছেন।’’ তাঁর দাবি, ‘‘এমন আয়ারাম-গয়ারাম বাংলায় কোনওদিন কখনও হয়নি।’’ এ দিন তিনি আরও বলেন, ‘‘এখন গরু-ছাগলের মতো নেতা-নেত্রী কেনাবেচা বাংলার মানসম্মান নষ্ট করছে।’’ এই রাজনীতি পশ্চিমবাংলায় ঢুকতে দেওয়া উচিত নয় বলেই মত সুজনের।

গত ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে স্লোগান বিতর্ক নিয়ে রবিবার ফের এক বার মুখ খুলেছেন সুজন। তাঁর কথায়, ‘‘সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান যেমন চলে না, তেমনই ‘জয় বাংলা’ও চলে না। মনে রাখা উচিত ছিল ওটা নেতাজির জন্মদিন।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement