viral video of lioness

পর্যটকদের গাড়িতে লাফ দিয়ে উঠল সিংহী, ঝাঁপিয়ে পড়ল যাত্রীদের উপর! প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো

চলন্ত গাড়িতে উঠে একদল মানুষের সঙ্গে খেলায় মাততে দেখা গেল বনের রানিকে। আফ্রিকার এক সাফারি পার্কে তোলা ছবি দেখে হতবাক সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১১:৫৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বনের পশু হলে কী হবে, তাদেরও তো ইচ্ছা হয় আদর খেতে, আদর করতে! তা-ও আবার মানুষের কোলে উঠে একেবারে পোষা প্রাণীর মতো! অবাক করা সেই ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। চলন্ত গাড়িতে উঠে এক দল মানুষের সঙ্গে খেলায় মাততে দেখা গেল বনের রানিকে। আফ্রিকার এক সাফারি পার্কে তোলা সেই ভিডিয়ো দেখে হতবাক সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অদ্ভুত এই ভিডিয়োটি। ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামে ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ৩ কোটি ৯০ লক্ষ বার দেখা হয়েছে এই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সাফারি পার্কে খোলা গাড়িতে করে ভ্রমণ করছেন একদল পর্যটক। সেই সময়ে বিশাল এক সিংহী গাড়ির পাশে চলতে শুরু করে। কেউ কিছু বোঝার আগে সেটি হঠাৎই গাড়িতে উঠে যাত্রীদের কোলে, পিঠে চড়ে বসে। আকস্মিক এই ঘটনায় অনেক যাত্রী চিৎকার করে ওঠেন। সিংহীটি এর পর যা করতে শুরু করে তা এক কথায় অবিশ্বাস্য। কাউকে আক্রমণ করা দূরে থাক, পর্যটকদের ঘাড়ে, মাথায় উঠে আদর করতে থাকে বন্যপ্রাণীটি। সেই আদরের পাল্টা আদর ফিরিয়ে দেন গাড়িতে বসা যাত্রীরা। সিংহীটির মাথায়, গায়ে হাত বুলিয়ে দেন তাঁরা। ভিডিয়োর শেষের দিকে দেখা গিয়েছে একই ভাবে আরও একটি গাড়িতে উঠে বসেছে একটি বিশালদেহী সিংহ। আদর খেতে যাত্রীদের কোলে মুখ গুঁজে দিতে দেখা গেয়েছে বনের রাজাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement