ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
রাস্তা দিয়ে ছুটে চলেছে অটো। কিন্তু অটোর ভিতরে উঁকি দিতেই হতবাক হয়ে গেলেন রাস্তার লোকেরা। চলন্ত অটোয় নেই কোনও চালক। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে। চালকবিহীন অটো চলছে কী ভাবে? সেই রহস্যের সমাধান করতে এগিয়ে এলেন নেটাগরিকেরা। নানা মুনির নানা মতে ভরিয়ে দিলেন ভাইরাল ভিডিয়োর মন্তব্যবাক্স (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে ছুটে চলেছে একটি অটো। আশপাশ থেকে ছুটে চলেছে অন্য অনেক গাড়ি। কিন্তু এই নির্দিষ্ট অটোটির ভিতর চোখ পড়তেই চমকে উঠছেন রাস্তার লোকেরা। চলন্ত অটোর ভিতর কোনও আরোহী নেই। চালকের আসনও ফাঁকা। চালকবিহীন অটোই ছুটে চলেছে সোঁ-সোঁ করে। কখনও টপকে যাচ্ছে পাশ দিয়ে চলা অন্যান্য গাড়িকেও। রাস্তার সকলে দেখছেন হাঁ করে। ‘রহস্যময়’ সেই অটোর পাশ দিয়ে চলা একটি গাড়ির আরোহীরা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
‘দিল্লি_সে_স্কাই’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে ঝড়ের গতিতে। ভিডিয়োটিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। চালকবিহীন অটোটি ছুটে চলার নেপথ্যে ‘অলৌকিক শক্তি’র হাত রয়েছে বলে দাবি করেছেন অনেকে। স্বাভাবিক ভাবেই বেশির ভাগ মানুষ এই যুক্তি উড়িয়ে দিয়েছেন। রহস্য খুঁজে বার করার জন্য মরিয়া হয়ে পড়েছেন নেটাগরিকেরা। কিছু নেটাগরিক আবার মনে করছেন পুরো ব্যাপারটাই বোকা বানানোর জন্য করা হচ্ছে। এক জন বলেছেন, ‘‘অটোটি খারাপ হয়ে যাওয়ার কারণে সামনে কোনও গাড়ির সঙ্গে সেটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সমাজমাধ্যমে লোকেদের বোকা বানানোর জন্য সেই অংশটা ভিডিয়োতে রাখা হয়নি।’’ অন্য এক জন নেটাগরিক বলেছেন, ‘‘অটোর পিছনের সিটে কেউ লুকিয়ে আছেন, তিনিই অটোটি চালাচ্ছেন।’’ নেটাগরিকদের অনেকাংশ আবার এই অটোকে ‘ভূতুড়ে’ আখ্যা দিয়েছেন।