Viral Video

মুখ থেকে কলা ছিনিয়ে নেওয়ার ‘অপরাধে’ পুচকে হনুমানের মাথা চেপে ধরল বিশাল ওরাংওটাং! তার পর..

আশপাশে কী হচ্ছে সেই বিষয়ে ওরাংওটাংয়ের বিশেষ আগ্রহ নেই। আপন মনে বসে বসে সে একটি কলা খাচ্ছিল। কিন্তু পাশে ঘুরে বেড়ানো হনুমানদের একটি এসে ছিনিয়ে নিল কলাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৭:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কাঠের ব্রিজের কোনায় বসে রয়েছে একটি ওরাংওটাং। পাশে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি হনুমান। আশপাশে কী হচ্ছে সেই বিষয়ে ওরাংওটাংয়ের বিশেষ আগ্রহ নেই। আপন মনে বসে বসে সে একটি কলা খাচ্ছে। কিন্তু পাশে ঘুরে বেড়ানো হনুমানদের একটি এসে ছিনিয়ে নিল কলাটি। ওরাংওটাং গেল বেজায় রেগে। চেপে ধরল হনুমানটির মাথা। এই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার বোর্নিয়োতে অবস্থিত তানজুং পুটিং জাতীয় উদ্যানে ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে। সেই উদ্যানে ঘুরতে যাওয়া এক জন পর্যটকের ক্যামেরায় হনুমান ও ওরাংওটাংয়ের মধ্যে কলা নিয়ে হওয়া এই ‘বচসা’র ঘটনা ধরা পড়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উদ্যানের মাঝে একটি কাঠের ব্রিজের কোনায় আপনমনে বসে রয়েছে একটি ওরাংওটাং। পাশে ঘুরে বেড়াচ্ছে দু’-তিনটি হনুমান। তারা কী করছে সেই বিষয়ে আগ্রহী নয় ওরাংওটাং। সে রয়েছে নিজের জগতে। মুখে একটি কলা নিয়ে আয়েশ করে খেতে ব্যস্ত সে। কিন্তু তার একাকী সময়ে বাদ সাধল একটি ‘ছিঁচকে’ হনুমান। হনুমানটি প্রথমে ওরাংওটাংয়ের সামনে এসে বসল। তার পর ওরাংওটাংয়ের মুখ থেকে তার সাধের কলাটি ছিনিয়ে নিল। বিশালাকৃতির ওরাংওটাং গেল বেজায় চটে। হনুমানটি পালিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ওরাংওটাংয়টি চেপে ধরল হনুমানটির মাথা। কিন্তু হনুমানটিকে প্রাণে মেরে ফেলেনি সে। পরে হনুমানটিকে মুক্তি দেয় ওরাংওটাংটি। এমনটাই জানিয়েছেন সেই পর্যটক। এই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে।

Advertisement

‘ফানি_টেলস মাঙ্কি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্টও পড়েছে। কলা নিয়ে হওয়া বচসায় নেটাগরিকেরা তাঁদের হাস্যরস খুঁজে পেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement