Viral Video

রোখা যাচ্ছে না কিছুতেই, স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিচ্ছে দুই ছাগল! ‘শয়তান’কে খুঁজে পেল নেটমাধ্যম

ঠান্ডা থেকে বাঁচতে বাড়ির ফায়ারপ্লেসে আগুন জ্বালানো হয়েছে। কিন্তু সেই আগুনের উষ্ণতা একটু বেশিই পছন্দ করে ফেলল পোষ্য দুই ছাগল। সেই আগুনেই ঝাঁপ দিতে চাইল বার বার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৬:৩৫
Share:

—প্রতীকী ছবি।

জীবহত্যা মহাপাপ। কিন্তু সেই জীব যদি নিজে থেকেই প্রাণ দিতে চায়, তা হলে? মানুষ তাকে লালন-পালন করে সন্তানস্নেহে বড় করতে চাইলেও, সে চাইছে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ খোয়াতে! সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া দুই ছাগলের অদ্ভুত ‘ছাগলামি’র ভিডিয়ো দেখে হতবাক হবেন আপনিও। ঠান্ডা থেকে বাঁচতে বাড়ির ফায়ারপ্লেসে আগুন জ্বালানো হয়েছে। কিন্তু সেই আগুনের উষ্ণতা যেন একটু বেশিই পছন্দ করে ফেলল পোষ্য দুই ছাগল। সেই আগুনেই ঝাঁপ দিতে চাইল বার বার। সম্প্রতি এই রকমই হাস্যকর একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। সামনে সোফায় বসে রয়েছেন বাড়ির লোকেরা। হঠাৎই সাদা রঙের একটি ছাগল সেই আগুনের দিকে ধেয়ে যায়। ঢুকে পড়তে চায় সেই জ্বলন্ত ফায়ারপ্লেসের মধ্যে। তড়িঘড়ি সোফা থেকে এক জন তরুণ উঠে সেই ‘আত্মহত্যাপ্রবণ’ ছাগলের পিছনের দু’পা ধরে টেনে বার করে আনেন। কিন্তু সেই ছাগল আগুনের মায়া কাটাতে পারে না কোনও ভাবেই। আবারও ফায়ারপ্লেসের ভিতর ঝাঁপিয়ে পড়ে সে। এ বারও সেই তরুণ তাকে টেনে বার করে। তৎক্ষণাৎ অন্য ঘরে নিয়ে যাওয়া হয় তাকে। সাদা ছাগলের এই অদ্ভুত কাণ্ড দেখে কালো রঙের একটি ছাগলও দৌড়ে আসে। সে-ও সোজা জ্বলন্ত ফায়ারপ্লেসের ভিতর ঢুকে যেতে চায়। তাকেও টেনেহিঁচড়ে সেখান থেকে বার করে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়। পোষ্য দুই ছাগলের কীর্তি দেখে হেসে লুটোপুটি খায় তরুণ। সোফায় বসে থাকা অন্যান্য লোকেরাও হাসিতে ফেটে পড়ে। তাঁদের মধ্যেই এক জন ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছেন। এই ভিডিয়োই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

‘জ়িয়াওলিং৫৩৫০’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। মজার এই ভিডিয়োটি ভাইরালও হয়েছে। মন্তব্যবাক্সে নেটাগরিকেরা নানা মজার মন্তব্য করেছেন। এক জন বলেছেন, ‘‘ছাগলটি নিজেই নিজেকে রান্না করতে চায়।’’ অন্য এক নেটাগরিক জানতে চেয়েছেন, পেটা এই ব্যাপারে কিছু বলতে চায় কি না। কেউ কেউ আবার এই ঘটনায় ‘শয়তানের হাত’ খুঁজে পেয়েছেন। ভিডিয়োটিতে ইতিমধ্যে প্রায় চার হাজার লাইক পড়েছে। দুই ছাগলের অদ্ভুত কীর্তি নেটাগরিকদের আনন্দ প্রদান করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement