Viral Video

এ যে সাক্ষাৎ মোনালিসা! কুম্ভস্নানে আসা পুণ্যার্থীরা ‘ভক্ত’ হলেন তরুণীর, আবদার ছবি তোলারও

মহাকুম্ভের মেলায় আসা পুণ্যার্থীরা ‘ভক্ত’ হলেন তরুণীর রূপের। সেই রূপে আটকে ভিড় জমালেন তাঁর চারপাশে। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৩:৫৪
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সারা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত ভিড় জমান মহাকুম্ভের আসরে। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে পুণ্যস্নান করার জন্য জড়ো হন পুণ্যার্থীরা। বহু মানুষ যেমন স্নানযাত্রায় অংশ নিতে আসেন, তেমনই অনেকে আবার নানা মানুষের ভিড়ে কিছু বিক্রি করে রোজগারের আশা নিয়েও আসেন। মহাকুম্ভ মেলায় দু’দলের এই ভিড়ের মাঝে সকলের চোখ আটকে গেল এক তরুণীর উপর। তাঁর রূপের জাদুতে আটকে গেলেন ভক্তেরা। নেটাগরিকেরাও সেই ‘জাদু’ থেকে নিজেদের বাঁচাতে পারলেন না।

Advertisement

মহাকুম্ভের মেলায় ঘুরে ঘুরে হরেক রকমের রঙিন পুঁতি, রুদ্রাক্ষ দিয়ে তৈরি মালা বিক্রি করছেন এক জন তরুণী। পরনে তাঁর নীল রঙের কুর্তি এবং লং স্কার্ট। শীত থেকে বাঁচতে কুর্তির উপর একটি জ্যাকেট পরে আছেন। লম্বা চুল বিনুনি করে বাঁধা। গলায় পরেছেন সাদা রঙের পুঁতির মালা। তরুণীর এক কাঁধে ঝুলছে বড় একটি ব্যাগ, অপর হাতে ঝুলছে তাঁর মহাকুম্ভের মেলায় আসার কারণ, নানা রঙের পুঁতি দিয়ে তৈরি মালা। কিন্তু পুণ্যার্থীদের মন শুধু তাঁর মালায় আটকাল না। মহাকুম্ভের মেলায় আসা পুণ্যর্থীরা ‘ভক্ত’ হলেন তরুণীর রূপের। সেই রূপে আটকে ভিড় জমালেন তাঁর চারপাশে। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন তরুণী মহাকুম্ভের মাঠে হাতে অনেক মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর আশপাশে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন পুণ্যার্থীরা। ভক্তেরা মালা কেনার জন্য ভিড় করলেও তাঁরা মূলত আটকে পড়েছেন তরুণীর টানা টানা চোখের মায়ায়। দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের প্রায় সকলের একটিই দাবি, তাঁরা তরুণীর সঙ্গে একটি ছবি তুলতে চান। বাড়ি কোথায় জিজ্ঞাসা করায় তরুণী জানান যে, তিনি ইনদওরের বাসিন্দা। এর পরই তরুণীর সৌন্দর্যের প্রশংসা করায় তিনি লাজুক হাসি হেসে সেখান থেকে চলে যান। কিন্তু তরুণীর ‘ভক্ত’রা তাঁর পিছু ছাড়েন না। তাঁরাও তরুণীর পিছনে হাঁটা শুরু করেন। তাঁদেরই মধ্যে এক জন এই ঘটনা ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

Advertisement

‘শিভম_বিকানেরি_অফিসিয়াল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। মন্তব্যবাক্সে তরুণীর সৌন্দর্যের প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকেরা লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘মোনালিসা’র সঙ্গে মহাকুম্ভের মেলায় আসা তরুণীর মুখের মিল খুঁজে পেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement