শনিবারের জোড়া ম্যাচের পর হাসি চওড়া হল বাগান কোচ হোসে মোলিনার। —ফাইল চিত্র।
শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে ড্র করে কিছুটা চাপে পড়েছিল মোহনবাগান। কিন্তু শনিবার আবার সবুজ-মেরুন সমর্থকদের মুখে চওড়া হাসি। শনিবার আইএসএলে নিজেদের ম্যাচ ড্র করল বেঙ্গালুরু এফসি ও নর্থইস্ট ইউনাইটেড। তার ফলে সুবিধা হল মোহনবাগানের।
শনিবার হায়দরাবাদের মাঠে তাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল বেঙ্গালুরু। পয়েন্ট তালিকার লাস্ট বয়ের বিরুদ্ধে কোনও রকমে ড্র করল বেঙ্গালুরু। ২১ মিনিটের মাথায় হায়দরাবাদকে এগিয়ে দেন দেবেন্দ্র মুরগাঁওকর। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে সুনীল ছেত্রীর গোলে সমতা ফেরায় বেঙ্গালুরু। শেষ পর্যন্ত ১-১ ড্র হয় খেলা।
শনিবার অপর ম্যাচে ১০ জনের কেরল ব্লাস্টার্সকে হারাতে পারেনি নর্থইস্ট। ম্যাচের ৩০ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন কেরলের আইবানভা ডোহলিং। অর্থাৎ, এক ঘণ্টার বেশি এক জন কম ছিল কেরলের। তার পরেও গোল করতে পারেনি নর্থইস্ট। কেরলের মরিয়া রক্ষণ তাদের এক পয়েন্ট এনে দেয়।
আইএসএলের পয়েন্ট তালিকায় প্রথম ছয়ে রয়েছে বেঙ্গালুরু ও নর্থইস্ট। শনিবারের ম্যাচ বেঙ্গালুরু জিতলে বাগানের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য হত ৬। নর্থইস্ট জিতলে তাদের সঙ্গে বাগানের পয়েন্টের পার্থক্য হত ৯। কিন্তু দু’দলই ২ পয়েন্ট করে নষ্ট করেছে। ফলে মোহনবাগানের সুবিধা হয়েছে।
শনিবারের জোড়া ম্যাচের পর পয়েন্ট তালিকার শীর্ষে মোহনবাগানই। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। সম সংখ্যক ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। তৃতীয় স্থানে জামশেদপুরের পয়েন্টও ২৮। চার নম্বরে থাকা গোয়ার পয়েন্ট ২৭। তবে দু’দলই ১৫টি করে ম্যাচ খেলেছে। পাঁচ নম্বরে রয়েছে নর্থইস্ট। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৪।