ছবি: এক্স থেকে নেওয়া।
শেষের দিন কি তা হলে ঘনিয়ে এসেছে? সমুদ্রপৃষ্ঠে ভেসে ওঠা এক অদ্ভুতদর্শন প্রাণীকে দেখে অন্তত তেমনটাই প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। এই নিয়ে সমাজমাধ্যম জুড়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অদ্ভুতদর্শন সেই সামুদ্রিক প্রাণীর দেখা মিলেছে বৃহস্পতিবার। সেই প্রাণীটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সমুদ্রের উপর ভাসছে একটি অদ্ভুত দেখতে প্রাণী। চাদরের মতো লম্বা এবং পাতলা দেহের সেই প্রাণীটির মাথা কালচে গোলাপি রঙের। নিজের মনে ভেসে চলেছে সেটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।
বিশেষজ্ঞেরা জানিয়েছেন, প্রাণীটি আসলে একটি বিশেষ ধরনের অক্টোপাস। নাম, ব্ল্যাঙ্কেট অক্টোপাস। এই অক্টোপাসটি সাধারণত গভীর সমুদ্রে বাস করে। সমুদ্রপৃষ্ঠে সচরাচর উঠে আসে না। উল্লেখ্য, কিছু সংস্কৃতিতে সমুদ্রের উপরে বা উপকূলের খুব কাছে তাদের দেখতে পাওয়া খুব একটা ভাল লক্ষণ নয়।
অদ্ভুতদর্শন অক্টোপাসের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামে এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেক নেটাগরিক। এক জন ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘প্রকৃতি রহস্যে মোড়া। ব্ল্যাঙ্কেট অক্টোপাসকে কাছ থেকে দেখা যায় না। বিরল দৃশ্য।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘গভীর সমুদ্রের রহস্য না কি অশুভ কোনও লক্ষণ?’’