Viral Video

রিল বানানোর জন্য টোটোর মাথায় চড়ে নাচ, মাটিতে পড়লেন ভারসাম্য হারিয়ে! মুহূর্তেই মৃত্যু হল প্রৌঢ়ের

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি টোটোর মাথায় উঠেছেন এক প্রৌঢ়। তাঁর পরনে সাদা জামা এবং কালো প্যান্ট। রিল বানানোর জন্য টোটোর মাথায় চড়ে নাচছেন তিনি। হাত-পা এবং কোমর দুলিয়ে অদ্ভুত কায়দায় নাচছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১২:৫৫
Share:
Man dies after falling from top of E-Rickshaw while making reel in Uttar Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

রিল বানানোর জন্য উঠে পড়েছিলেন টোটোর (ব্যাটারিচালিত রিকশা) মাথায়। নাচছিলেন হাত-পা দুলিয়ে। কিন্তু তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। চালক টোটো সামান্য এগিয়ে নিতেই ধড়াম করে মাটিতে পড়লেন প্রৌঢ়। আর উঠলেন না। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকেরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরে। মৃতের নাম চন্দ্রশেখর রাওয়াত (৫০)। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি টোটোর মাথায় উঠেছেন এক প্রৌঢ়। তাঁর পরনে সাদা জামা এবং কালো প্যান্ট। রিল বানানোর জন্য টোটোর মাথায় চড়ে নাচছেন তিনি। হাত-পা এবং কোমর দুলিয়ে অদ্ভুত কায়দায় নাচছেন। এমন সময় টোটোর চালক টোটোটি সামান্য এগিয়ে নিয়ে যান। ভারসাম্য হারিয়ে টোটোর ছাদ থেকে সজোরে মাটিতে পড়ে যান ওই প্রৌঢ়। তাঁকে দেখে এগিয়ে যান স্থানীয়েরা। কিন্তু মাটি থেকে আর উঠতে পারেননি তিনি। প্রৌঢ়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গিয়েছে। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। প্রৌঢ়ের পরিণতির কথা ভেবে দুঃখপ্রকাশও করেছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement