Viral Video

নর্তকীর নাচ দেখে টাকা ওড়়াচ্ছিল কিশোর, ছেলের কাণ্ড দেখে রণমূর্তি ধরলেন বাবা, লাঠিপেটা জনসমক্ষে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠান উপলক্ষে গ্রামের মধ্যে মঞ্চ বাঁধা হয়েছে। সেই মঞ্চে গানের তালে তালে নাচছেন এক যুবতী। তাঁকে দেখার জন্য দর্শকদের ভিড় উপচে পড়েছে। তাঁদের মধ্যে ছিল এক কিশোরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ০৭:৫৮
Share:
Video of father teach son a lesson after he was watching dance and throwing money

ছবি: সংগৃহীত।

স্থানীয় অনুষ্ঠান উপলক্ষে মঞ্চের উপর নাচছিলেন নর্তকী। নীচে দাঁড়িয়ে উপভোগ করছিল বছর পনেরোর কিশোর। পকেট থেকে টাকা বার করে তুলে দিচ্ছিল নর্তকীর হাতে। ঠিক তখনই ঘটে বিপত্তি। ঘটনাস্থলে লাঠি হাতে পৌঁছন কিশোরের বাবা। জনসমক্ষে ছেলেকে লাঠিপেটা করেন তিনি। বাবার রণমূর্তি দেখে ভয়ে পালিয়ে যায় কিশোর। এমনই একটি ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে হইচই ফেলেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অনুষ্ঠান উপলক্ষে গ্রামের মধ্যে মঞ্চ বাঁধা হয়েছে। সেই মঞ্চে গানের তালে তালে নাচছেন এক যুবতী। তাঁকে দেখার জন্য দর্শকদের ভিড় উপচে পড়েছে। তাঁদের মধ্যে ছিল এক কিশোরও। সে ভিড় থেকে বেরিয়ে এসে মঞ্চের সামনে চলে আসে। পকেট থেকে টাকা বার করে নর্তকীর দিয়ে এগিয়ে দেয়। গানের তালে তালে নিজেও নাচতে থাকে মঞ্চের নীচে। তখনই সেখানে চলে আসেন কিশোরের বাবা। পুত্রের ওই ভাবে নাচ এবং টাকা ওড়ানো মেনে নিতে পারেননি তিনি। হাতে থাকা লাঠি নিয়ে জোরে কিশোরের পিঠে বাড়ি মারেন। ছেলেকে মাটিতে ফেলে কিল-চড়ও মারতে থাকেন। উপস্থিত দর্শকেরা তাঁকে আটকানোর জন্য এগিয়ে যান। সেই সুযোগে পালিয়ে যায় ওই কিশোর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ওই কিশোরের বাবাকে সমর্থন করে তাঁদের দাবি, কিশোর বয়সে এই ভাবে নাচ দেখা এবং টাকা ওড়ানো অনুচিত। তাই পুত্রকে মেরে উচিত শিক্ষা দিয়েছেন তাঁর বাবা। তবে নেটাগরিকদের অনেকেই আবার কিশোরের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁদের পরামর্শ, ওই ভাবে না মারধর করে তাঁকে ভাল ভাবে বোঝাতে পারতেন তার বাবা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement