ছবি: এক্স থেকে নেওয়া।
এ যেন প্রায় বলিউড ছবি ‘হম দিল দে চুকে সনম’ ছবির গল্প। অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। দাঁড়িয়ে থেকে সেই প্রেমিকের সঙ্গেই স্ত্রীর বিয়ে দিলেন তরুণ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে সন্ত কবীর নগরের বাসিন্দা বাবলুর সঙ্গে বিয়ে হয় রাধিকা নামে এক মহিলার। দুই সন্তানও হয় তাঁদের। কর্মসূত্রে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হত বাবলুকে। সেই সময় গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়়িয়ে পড়েন রাধিকা। লুকিয়ে লুকিয়ে দেখাও করতে শুরু করেন তাঁরা। শীঘ্রই স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে যান বাবলু। রাধিকাকে প্রথমে সেই সম্পর্ক থেকে বার করে আনার চেষ্টা করেন। কিন্তু রাধিকা রাজি না হওয়ায়, স্ত্রীর সঙ্গে ওই প্রেমিকের বিয়ে দেওয়ানোর সিদ্ধান্ত নেন বাবলু। তবে স্ত্রীকে জানিয়ে দেন, দুই সন্তানকে তিনিই মানুষ করবেন। রাধিকাও সেই কথায় রাজি হয়ে যান। এর পর মন্দিরে রাধিকা এবং তাঁর প্রমিকের বিয়ের ব্যবস্থা করেন বাবলু। যাবতীয় দায়িত্ব নেন তিনিই।
রাধিকার বিয়ের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, মন্দিরে দাঁড়িয়ে প্রেমিককে বিয়ে করছেন রাধিকা। মালাবদল হচ্ছে তাঁদের। নবদম্পতিকে ঘিরে ভিড় জমে গিয়েছে। পাশেই দাঁড়িয়ে বাবলু। স্ত্রীর বিয়ে দেখছেন তিনি। সেই বিয়ের ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি বুধবার ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইকের ঝড় উঠেছে। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। পুরো ঘটনাটির সঙ্গে ‘হম দিল দে চুকে সনম’ ছবির গল্পের মিল পেয়েছেন নেটাগরিকদের একাংশ। পুরো বিষয়টি নিয়ে আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে।