ছবি: ইনস্টাগ্রাম।
ভালুকের নাকে-মুখে হাত দিয়ে উত্ত্যক্ত করার চেষ্টা। যুবকের হাত কামড়ে ধরল সেই ভালুক। টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল খাদে। অল্পের জন্য রক্ষা পেলেন ওই যুবক। এ রকমই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে দু’টি ভালুককে দেখে গাড়ি থামান এক যুবক। তাঁর শরীরে জংলাছাপ পোশাক। একটি ভালুকের দিকে এগিয়ে যান তিনি। হাতের তালু এগিয়ে দেন ভালুকের নাকের কাছে। এর পর মুখের কাছেও হাত বাড়িয়ে দেন। তখনই বিপত্তি ঘটে। দু’পায়ে দাঁড়িয়ে যুবকের হাত কামড়ে ধরে ভালুকটি। তাঁকে টেনে খাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনও রকমে হাত ছাড়িয়ে রক্ষা পান ওই যুবক। তবে ভালুকটি তার পরেও পিছু ছাড়ে না যুবকের। তাঁর দিকে তেড়ে যায়। ভয়ে পালিয়ে যান যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পিপল পোকিং দ্য বিয়ার’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ১০ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। আবার ওই যুবকের ‘নির্বুদ্ধিতা’র জন্য সমালোচনাও করেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘ভাগ্য ভাল যে ভালুকটি ছোট ছিল। না হলে হাতের আঙুলগুলো আস্ত থাকত না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ক্ষুধার্ত ভালুকের মুখে হাত দিয়ে যুবক নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন।’’