Bizarre News

শখ করে কেনা মাছ গ্রিল করার যন্ত্রে চাপাতেই হাড় হিম মহিলার! ভয়ে চিৎকার করে উঠলেন, কী দেখলেন?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার নাম পাওলা। পেশায় ব্যবসায়ী পাওলা সম্প্রতি ছুটি কাটাতে ব্রাজিলের একটি সমুদ্রসৈকতের কাছে গিয়েছিলেন। পরিবারের জন্য সুস্বাদু নৈশভোজ প্রস্তুত করার জন্য সমুদ্রসৈকত থেকে বেছে বেছে তিনটি মাছ কিনে এনেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

সমুদ্রসৈকত থেকে মাছ কিনে এনে কেটেকুটে, মশলা মাখিয়ে গ্রিল করার যন্ত্রে চাপিয়েছিলেন! কিন্তু রান্না করার সময় ‘ভয়ঙ্কর’ এক দৃশ্য দেখে আঁতকে উঠলেন মহিলা। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। কিন্তু ওই মহিলা কী এমন দেখলেন যে, তিনি আঁতকে উঠেছিলেন? মহিলার দাবি, রান্না করার জন্য তিনি মাছগুলি গ্রিল করার যন্ত্রে ঢুকিয়েছিলেন, সেগুলির মধ্য একটির দাঁত অবিকল মানুষের মতো। মাছের দাঁতের মতো সেই দাঁতগুলি ছোট নয় একেবারেই।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার নাম পাওলা। পেশায় ব্যবসায়ী পাওলা সম্প্রতি ছুটি কাটাতে ব্রাজিলের একটি সমুদ্রসৈকতের কাছে গিয়েছিলেন। পরিবারের জন্য সুস্বাদু নৈশভোজ প্রস্তুত করার জন্য সমুদ্র সৈকত থেকে বেছে বেছে তিনটি মাছ কিনে এনেছিলেন। কিন্তু মাছ রান্নার সময় তিনি যে পরিস্থিতির সম্মুখীন হন, তার জন্য প্রস্তুত ছিলেন না তিনি।

কিনে আনা মাছগুলিকে কেটে পরিষ্কার করার পর তা গ্রিল করার যন্ত্রে চাপিয়ে দেন পাওলা। কিছু ক্ষণ পরে মাছটি নাড়িয়ে-চাড়িয়ে দেখার সময় দেখেন, একটি মাছের দাঁত অবিকল মানুষের দাঁতের মতো। শুধু দাঁতই নয়, দাঁতের উপর মানুষের চোয়ালের মতো চোয়ালও রয়েছে। এর পরেই ভয়ে চিৎকার করে ওঠেন পাওলা।

Advertisement

পুরো বিষয়টি সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন পাওলা। জানিয়েছেন, তাঁর অভিজ্ঞতা অদ্ভুত এবং ভয়ঙ্কর ছিল। তিনি এ-ও স্বীকার করেছেন যে, ওই ঘটনার পর তিনি আর নৈশভোজ প্রস্তুত করতে পারেননি। যদিও পরে তাঁর পরিবারের সদস্যেরা মাছটিকে গ্রিল করে খান। তবে পাওলা খেতে পারেননি।

কিন্ত কেন মানুষের মতো চোয়াল এবং দাঁত দেখা গেল মাছের মুখেও? সামুদ্রিক জীববিজ্ঞানীদের অনেকেই জানিয়েছেন, শেলফিশ শিকার করার জন্য বিশেষ এই মাছের মানুষের মতো দাঁত রয়েছে। ওই মাছগুলির দৈর্ঘ্য ৩৫ ইঞ্চি পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement