Viral Video

সংস্থার পোশাকে বিমানের মধ্যে ‘অশ্লীল টোয়ার্কিং’! ভিডিয়ো ভাইরাল হতেই চাকরি গেল বিমানসেবিকার

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানচালক আসার আগে বিমানের মধ্যে অপেক্ষা করছিলেন নেলে। কিন্তু বিমানচালকের আসতে দেরি হওয়ায় তিনি নাচের ভিডিয়ো শুট করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৮
Share:

ছবি: সংগৃহীত।

বিমানের মধ্যে সংস্থার পোশাক পরে ‘টোয়ার্কিং’। ‘অশ্লীল’ নাচের জন্য এক বিমানসেবিকাকে বরখাস্ত করল আলাস্কা এয়ারলাইন্স। ওই বিমানসেবিকার নাম নেলে দিয়ালা। আলাস্কা এয়ারলাইন্সের বিমানে বিমানসেবিকা হিসাবে কাজ করতেন তিনি। সম্প্রতি যে বিমানে দায়িত্বে তিনি ছিলেন, সেখানে অশ্লীল কায়দায় ‘টোয়ার্কিং’ করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাকরি যায় তাঁর। নেলের টোয়ার্কিংয়ের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানচালক আসার আগে বিমানের মধ্যে অপেক্ষা করছিলেন নেলে। কিন্তু বিমানচালকের আসতে দেরি হওয়ায় তিনি নাচের ওই ভিডিয়ো শুট করেন। পরে ভিডিয়োটি আপলোড করেন সমাজমাধ্যম টিকটকে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিপত্তি বাড়ে নেলের। ভিডিয়োটি বিমান সংস্থার নজরে পড়ার সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয় তাঁকে। উল্লেখ্য ছ’মাস আগেই ওই চাকরিতে যোগ দিয়েছিলেন নেলে।

তবে নাচের ভিডিয়ো পোস্ট করার জন্য তাঁর চাকরি যাবে, তা নাকি স্বপ্নেও ভাবেননি প্রাক্তন বিমানকর্মী। সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি। একটি পোস্ট করে নেলে লেখেন, ‘‘পৃথিবীতে নিজের মতো করে একটু বাঁচাও যায় না। কাজের আগে একটু টোয়ার্ক করলে সমস্যা কোথায়?’’ বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ করে চাকরি যাওয়ায় সমস্যায় পড়েছেন নেলে। সমস্যার কথা জানিয়ে একটি অনলাইন তহবিলও চালু করেছেন তিনি।

Advertisement

নেলের ভিডিয়োটি ইতিমধ্যেই অনেকে দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের একাংশ প্রাক্তন বিমানকর্মীর সমর্থনে আওয়াজ তুললেও অনেকে আবার বিমান সংস্থার পোশাকের ‘অসম্মান’ করার অভিযোগ তুলেছেন তাঁর বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement