— প্রতীকী চিত্র।
কাজের খোঁজে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিন বাংলাদেশে অনুপ্রবেশকারী। শুক্রবার সকালে নদিয়ার হাঁসখালির ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করল পুলিশ। পুলিশের জালে এক ভারতীয় দালালও। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশকারীদের মধ্যে এক জন মহিলা, দু’জন পুরুষ। ধৃত মহিলার নাম তানিয়া আখতার। বাকি দু’জন মহম্মদ অভি মিঞা ও মহম্মদ সুজ্জ্বল মিঞা। তাঁরা বাংলাদেশের ঘনিগলা, দক্ষিণ মনোহরপুর ও আক্তারইল্লা এলাকায় বাসিন্দা বলে জানা গিয়েছে। অপর দিকে, ধৃত ভারতীয় দালাল শরিফুল মণ্ডল হাঁসখালি থানার রামনগর খিদিরপুর পাড়ার বাসিন্দা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় হাঁসখালি থানার পুলিশ। অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা কাজের খোঁজে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন বলে সূত্রের খবর।