Viral Video

চলন্ত গাড়িতে প্রেমিকের সঙ্গে মত্ত স্ত্রী! হাতেনাতে ধরতে বনেটে লাফ স্বামীর, ১ কিমি গেলেন ঝুলে ঝুলে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোরাদাবাদ-আগ্রা জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটি গাড়ির মধ্যে নিজের স্ত্রী নূর আফসাকে অন্য এক যুবকের সঙ্গে বসে থাকতে দেখেন পেশায় নিরাপত্তারক্ষী মহম্মদ সামির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১২:৪২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

গাড়ির ভিতরে অন্য পুরুষের সঙ্গে প্রেমে মত্ত স্ত্রী! হাতেনাতে ধরে ফেললেন স্বামী। স্ত্রীর প্রেমিক ভয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করতেই মরিয়া ভাবে ঝাঁপও দিলেন বনেটের উপর। দ্রুতগামী গাড়িতে বিপজ্জনক ভাবে ঝুলে ঝুলেই গেলেন প্রায় এক কিলোমিটার! এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মোরদাবাদের কাটঘর থানা এলাকায়। নাটকীয় সেই মুহূর্তের একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোরাদাবাদ-আগ্রা জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটি গাড়ির মধ্যে নিজের স্ত্রী নূর আফসাকে অন্য এক যুবকের সঙ্গে বসে থাকতে দেখেন পেশায় নিরাপত্তারক্ষী মহম্মদ সামির। পেশায় শিক্ষিকা স্ত্রীকে অন্য এক যুবকের সঙ্গে প্রেম করতে দেখে তাঁদের গাড়ি থেকে নেমে আসতে বলেন সামির। কিন্তু পেশায় গাড়িচালক ওই যুবক নজরুল হাসান ভয় পেয়ে পালাতে যান। হাসান পালানোর সময় মরিয়া হয়ে তাঁর গাড়ির বনেটে ঝাঁপ দেন সামির। মোরাদাবাদ-আগ্রা জাতীয় সড়ক ধরে প্রায় ৮০-৯০ কিলোমিটার বেগে গাড়ি ছোটাতে থাকেন হাসান। সেই গাড়ির বনেটেই ঝুলে প্রায় এক কিলোমিটার যান সামিরও। তবে কিছু ক্ষণ যাওয়ার পর গাড়ি থামাতে বাধ্য হন হাসান। তাঁকে কলার ধরে গাড়ি থেকে নামিয়ে আনেন সামির। সামিরের স্ত্রীও গাড়ি থেকে বেরিয়ে আসেন। রাস্তার মাঝে হট্টগোলের কারণে যানজট লেগে যায় সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

জানা গিয়েছে, পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন সামির। বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর অভিযোগে ইতিমধ্যেই হাসানকে আটক করেছে পুলিশ। মোরাদাবাদের এসপি রণবিজয় সিংহ পুরো বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার তদন্ত চলছে বলেও তিনি জানিয়েছেন।

Advertisement

অন্য দিকে সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে হইচই পড়েছে। বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। তবে ভিডিয়োটি দেখে বিপজ্জনক ভাবে গা়ড়ি চালানোর জন্য হাসানের শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement