ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
চারিদিকে আটার লেচি ছড়ানো। সেখান থেকেই এক একটি লেচি তুলে নিচ্ছেন। কিন্তু হাতের কায়দায় তা আরও লম্বা-চওড়া করে নিচ্ছেন তিনি। তার পর লম্বা পাইপের উপর রেখে রুটি সেঁকছেন তিনি। চাকতি-বেলন ছাড়া এক আস্ত চাদরের মতো রুটি তৈরি করে ফেললেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ইউক্রিয়েটরজ়ি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক তরুণ লম্বা পাইপের উপর রুটি সেঁকছেন। পাইপের তলায় আগুনও জ্বলছে। রুটি সেঁকা হয়ে গেলে তা তুলে রেখে দিলেন তরুণ। চারদিকে আটার লেচি ছড়ানো। সেখান থেকেই একটি লেচি তুলে তালু দিয়ে এ দিক-ও দিক পিটিয়ে লম্বা-চওড়া করে তুললেন তরুণ।
তার পর আবার পাইপের উপর রুটি সেঁকতে দিলেন। ওই তরুণ আসলে পাকিস্তানের বাসিন্দা। পাকিস্তানের এক ‘ভ্লগার’ এই দৃশ্যের ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, এই রুটির দৈর্ঘ্য ১২ ফুট। একটি রুটি নিলেই পেট ভরবে অনেকের। ভিডিয়োটি দেখে অবাক হয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘এমন ভাবে যে রুটি বানানো যায় তা এই ভিডিয়োটি না দেখলে বিশ্বাস করতাম না।’’