Delhi Assembly Election 2025

দিল্লিতে জিতলে দক্ষ বেকারদের এক বছরের ভাতা দেবে কংগ্রেস, টাকার পরিমাণও ঘোষণা

জাতীয় কংগ্রেসের তরফে রবিবার সচিন পায়লট ‘যুব উড়ান যোজনা’র কথা ঘোষণা করেছেন। এর মাধ্যমে বেকার যুবকদের পাশে দাঁড়াতে চায় কংগ্রেস। তাঁদের এক বছরের জন্য আর্থিক সহায়তা করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৬:৫৪
Share:

কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

দিল্লিতে দক্ষ বেকারদের এক বছরের জন্য আর্থিক সাহায্য করবে কংগ্রেস। বিধানসভা ভোটের আগে এমনটাই ঘোষণা করল রাহুল গান্ধীর দল। রবিবার কংগ্রেস জানিয়েছে, দিল্লিতে তারা ক্ষমতায় এলে চালু করবে ‘যুব উড়ান যোজনা’। এর মাধ্যমে যাঁরা শিক্ষিত, অথচ বেকার, তাঁদের এক বছরের জন্য সাড়ে আট হাজার টাকা করে দেওয়া হবে। তবে বিনা পরিশ্রমে বাড়িতে বসে বসে এই টাকা পাওয়া যাবে না বলেও জানিয়েছে তারা।

Advertisement

জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক সচিন পায়লট রবিবার দিল্লিতে এই নতুন প্রকল্প ঘোষণা করেছেন। যদি রাজধানীতে তাঁরা ক্ষমতায় আসেন, তবেই এই প্রকল্প বাস্তবায়িত হবে। সচিন বলেছেন, ‘‘যে সমস্ত বেকার যুবক কোনও না কোনও সংস্থা, কারখানা বা সংগঠনে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবেন, এক বছরের জন্য সেই সমস্ত সংস্থার মাধ্যমে আমরা তাঁদের সাড়ে আট হাজার টাকা করে আর্থিক সহায়তা করব। এটা এমন কোনও প্রকল্প নয়, যেখানে মানুষ ঘরে বসে বসে টাকা পেয়ে যাবেন।’’

তা হলে কেন এই আর্থিক সহায়তা? সচিন জানান, তাঁরা বেকার যুবকদের শুধু শুধু আর্থিক সাহায্য না করে তাঁদের পাকাপাকি রোজগারের বন্দোবস্ত করে দিতে চান। তাই এ ভাবে এক বছরের জন্য সাহায্য করা হবে। যাতে ওই সমস্ত যুবক নির্দিষ্ট পরিসরে কাজের প্রশিক্ষণ পান এবং ভবিষ্যৎ গড়ে নিতে পারেন।

Advertisement

বিধানসভা ভোটের মুখে দিল্লিতে একের পর এক নতুন প্রকল্প ঘোষণা করছে কংগ্রেস। কিছু দিন আগেই তারা ‘পেয়ারি দিদি যোজনা’ ঘোষণা করেছিল। সেখানে বলা হয়েছিল, কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। তার আগে ঘোষণা করা হয়েছিল ‘জীবন রক্ষা যোজনা’। সেখানে সমস্ত নাগরিককে ২৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা দেওয়ার কথা বলা হয়েছে। দিল্লিতে ক্ষমতাসীন আপের সঙ্গে জোট হয়নি। তাই একাই লড়ছে কংগ্রেস। আগামী ৫ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারি ভোটের ফল জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement