কেমন আছেন টিকু তালসানিয়া? ছবি: সংগৃহীত।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কৌতুকাভিনেতা টিকু তালসানিয়া। প্রথমে খবর ছড়ায়, শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরে টিকুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হৃদ্রোগ নয়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে অভিনেতার।
শুক্রবার রশমি দেশাইয়ের গুজরাতি ছবি ‘মম তানে নাই সমজাই’ ছবির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন টিকু। সেখান থেকে ফিরেই হঠা়ৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের ওই হাসপাতালের তরফে জানানো হয়, টিকু তালসানিয়ার অবস্থা সঙ্কটজনক।
টিকুর কন্যা তথা অভিনেত্রী শিখা তালসানিয়ার জানিয়েছেন, এই মুহূর্তে কেমন আছেন অভিনেতা। সমাজমাধ্যমে তিনি লেখেন, “সকলে প্রার্থনা করছেন। সে জন্য অসংখ্য ধন্যবাদ। এই সময়টা আমাদের জন্য খুবই আবেগের। তবে আমরা খুশি যে বাবা এখন আগের চেয়ে অনেক ভাল আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। কোকিলাবেন অম্বানী হাসপাতালের চিকিৎসকদের প্রতি আমরা কৃতজ্ঞ। বাবার অনুরাগীদেরও অসংখ্য ধন্যবাদ।”
৭০ বছরের অভিনেতার স্ত্রী দীপ্তি তালসানিয়া সংবাদামাধ্যমকে শনিবার বলেছিলেন, “মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ওঁর। একটি ছবির প্রদর্শনে গিয়েছিলেন। ফিরে আসার পরে রাত ৮টা নাগাদ ওঁর শরীর খারাপ করতে শুরু করে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
ছোট পর্দা থেকে অভিনয়ের সফর শুরু টিকুর। ১৯৮৪ সালে ‘ইয়ে জো হ্যায় জ়িন্দেগি’ তাঁর প্রথম ধারাবাহিক। দু’ বছর পরে, ১৯৮৬ সালে একসঙ্গে তিনটি ছবিতে কাজ করেছিলেন তিনি। ‘পেয়ার কে দো পল’, ‘ডিউটি’, ‘অসলি নকলি’ ছবিতে কাজ করার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। কিছু দিন আগেও রাজকুমার রাও ও তৃপ্তি ডিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ ছবিতেও অভিনয় করেছে টিকু।