Viral Video

রান্নার মশলা দিয়ে শিল্প! হলুদ, লঙ্কার গুঁড়োর সঙ্গে মিশল দেশলাইয়ের আঁচড়, তৈরি হল নারীর মুখ

রান্নার সময় যে মশলাপাতি ব্যবহার করা হয়, তা দিয়েই এঁকে ফেললেন নারীর মুখ। চুলে ফুল, কপালে টিপ। দেশলাইয়ের কাঠি দিয়ে কাগজের উপর কাটলেন নিখুঁত আঁচড়ও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৫:০৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ক্যানভাসে ভাল আঁকা ফুটিয়ে তুলতে গেলে ভাল মানের রঙেরও প্রয়োজন হয়। ‘‘আমি আঁকতে ভালবাসি। কিন্তু আপনার কাছে যত ভাল রং রয়েছে, আমার কাছে তা নেই।’’ এক শিল্পীর সমাজমাধ্যমের পাতায় এমনই এক মন্তব্য করেছিলেন এক নেটাগরিক। সেই মন্তব্য দেখেই তাঁর শিল্পকলার পরিচয় দিলেন অঙ্কনশিল্পী। রান্নার সময় যে মশলাপাতি ব্যবহার করা হয়, তা দিয়েই এঁকে ফেললেন নারীর মুখ।

Advertisement

চুলে ফুল, কপালে টিপ। দেশলাইয়ের কাঠি দিয়ে কাগজের উপর কাটলেন নিখুঁত আঁচড়ও। বুঝিয়ে দিলেন, মনের ইচ্ছা থাকলে অতি সাধারণ জিনিস দিয়েও শিল্প ফুটিয়ে তোলা যায়। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

‘পিএস.রাঠৌর’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মশলার পাত্র থেকে কাগজের উপর সামান্য হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ঢেলে দিলেন এক তরুণ।

Advertisement

তার পর তুলির গোড়া জলে ভিজিয়ে সেই মশলার গুঁড়ো দিয়েই কাগজে আঁকতে শুরু করলেন তিনি। শুধু তুলির আঁচড়েই নয়, দেশলাইয়ের কাঠি পুড়িয়ে তা-ও রং হিসাবে ব্যবহার করলেন তরুণ। কাগজে ফুটে উঠল এক নারীর মুখাবয়ব। কপালে টিপ, চুলে ফুল তার। এই ভিডিয়োটি দেখে ভালবাসা চিহ্ন দিয়ে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। তরুণের দক্ষতার প্রশংসাও করেছেন অনেকে। এক জন বলেছেন, ‘‘সত্যিই! হাতের নাগালে এমন সব জিনিস রয়েছে। তা দিয়েও কত সুন্দর আঁকা যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement