ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রেস্তরাঁয় পর পর দু’টি টেবিল জুড়ে দেওয়া হয়েছে। টেবিল ঘিরে বসে রয়েছেন এক পরিবারের সদস্যেরা। তবে সেই টেবিলের উপর দাঁড়িয়ে রয়েছে এক শিশু। ‘স্ত্রী ২’ ছবির জনপ্রিয় গান ‘আজ কি রাত’ বেজে চলেছে রেস্তরাঁয়। সেই গানেই নেচে চলেছে খুদে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘প্রবীণ৮৭_অফিসিয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রেস্তরাঁর টেবিলের উপর উঠে নাচ করছে এক শিশু। ২০২৪ সালের অগস্ট মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘স্ত্রী ২’। এই ছবিতে বাঙালি গায়িকা মধুবন্তী বাগচীর কণ্ঠে শোনা যায় ‘আজ কি রাত’ গানটি। ছবিতে এই গানের দৃশ্যে নাচ করতে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী তমন্না ভাটিয়াকে। গানের পাশাপাশি তমন্নার নাচও বহুল প্রশংসা পায়।
ছবিতে তমন্না যে ভাবে নেচেছেন, রেস্তরাঁর শিশুটিও একই ভাবে নাচার চেষ্টা করছিল। শিশুর পিছনে বসেছিল এক তরুণ-তরুণী। সম্ভবত শিশুটির বাবা-মা তাঁরা। শিশুটি নাচ করতে করতে হঠা থেমে গেলে তাঁরাই আবার নাচের স্টেপ দেখিয়ে দেন খুদেকে। তার পর আবার নাচতে শুরু করে সে।
ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অধিকাংশ শিশুর নৃত্যশৈলীর প্রশংসা করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘‘এতটুকু বয়সেই কতটা নিখুঁত নাচ করল শিশুটি।’’ আবার নেটব্যবহারকারীদের একাংশ ওই শিশুর বাবা-মাকে নিয়ে সমালোচনাও করেছেন। এক জনের কথায়, ‘‘রেস্তরাঁর টেবিলে উঠে এ ভাবে কেউ নাচ করে? আগে তো সেই শিক্ষাই দেওয়া প্রয়োজন।’’