Bizarre News

‘বাবাকে কেউ একটা চাকরি দিন’, পিতার জন্য চাকরি চেয়ে অনলাইনে বিজ্ঞাপন দিলেন তরুণী

সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে চাকরি খোঁজার একটি বিজ্ঞাপন দিয়েছেন তিনি। কিন্তু তা নিজের জন্য নয়। প্রিয়াংশি চাকরি খুঁজছেন তাঁর পিতার জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৯:৪৪
Share:

—প্রতীকী ছবি।

পেশাগত জীবনে পিতা বেশ সফল। ৩০ থেকে ৪০ বছর ধরে গাড়ি নির্মাণকারী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। কিন্তু এক বছর ধরে পারিশ্রমিক পাচ্ছেন না তিনি। তাই পিতার জন্য নিজেই চাকরি চেয়ে বিজ্ঞাপন দিলেন তরুণী।

Advertisement

অনলাইন মাধ্যমে চাকরি খোঁজার ওয়েবসাইটে অ্যাকাউন্ট রয়েছে প্রিয়াংশি ভট্ট নামে এক তরুণীর। তিনি নিজেও চাকরি করেন। দিল্লির বাসিন্দা প্রিয়াংশি। সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে চাকরি খোঁজার একটি বিজ্ঞাপন দিয়েছেন তিনি। কিন্তু তা নিজের জন্য নয়। প্রিয়াংশি চাকরি খুঁজছেন তাঁর পিতার জন্য।

তিন থেকে চার দশক ধরে গাড়ি নির্মাণকারী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন প্রিয়াংশুর পিতা। বর্তমানেও একটি সংস্থায় কর্মরত রয়েছেন তিনি। কর্মী হিসাবে তিনি কেমন, তারও বর্ণনা দিয়েছেন তরুণী। পরিস্থিতির কথা চিন্তা করে পিতা কোন সংস্থায় চাকরি করেন তা উল্লেখ করেননি প্রিয়াংশি। বরং সেখানে তাঁর পিতা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা জানিয়েছেন তরুণী।

Advertisement

প্রিয়াংশি লিখে জানিয়েছেন, ‘‘আমার বাবা এক বছর ধরে পারিশ্রমিক পায়নি। তাঁর উপর সংসার চালানোর দায়িত্ব ছাড়়াও আরও হাজারখানেক দায়িত্ব রয়েছে।’’ তাই তিনি এমন সংস্থায় চাকরি খুঁজতে চান যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যেই বেতন দিয়ে দেওয়া হয়। তরুণীর এমন আচরণ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকদের একাংশ। তিনি যে তাঁর পিতার জন্য এমন করেছেন, সেই কাজের জন্যই হাততালি কুড়োচ্ছেন প্রিয়াংশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement