ছবি: এক্স থেকে নেওয়া।
শহরের ব্যস্ততা ছেড়ে পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। পাহাড়ের কোলে একটি বিলাসবহুল হোটেল। ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। স্থানীয়েরা গাইছেন আঞ্চলিক গান। সেই পাহাড়ি গানের সঙ্গে ছন্দ মিলিয়ে স্ত্রী সাক্ষী ধোনির সঙ্গে নাচ করছেন মাহি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নিখিল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়োয়ালি ভাষার একটি গান গাইছেন স্থানীয়েরা। তাঁদের হাত ধরে নাচছেন সস্ত্রীক ধোনি। সম্প্রতি পরিবারের সঙ্গে হৃষীকেশ ঘুরতে গিয়েছেন ধোনি। সেখানকার এক হোটেলে সন্ধ্যাবেলায় স্থানীয়েরা নাচগানের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। গাড়োয়ালি ভাষায় গান গাইছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে তাল মিলিয়ে নাচ করছিলেন ধোনির স্ত্রী সাক্ষী। সঙ্গে ছিলেন ধোনিও।
সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের অধিকাংশ তাতে ভালবাসা এঁকে দেন। এক নেটাগরিক বলেন, ‘‘পরিবারের সঙ্গে সাধারণ মানুষ যে ভাবে সময় কাটান, ধোনিও তাই করছেন। ওঁকে এত হাসিখুশি দেখে বেশ ভাল লাগছে।’’