ছবি: এক্স থেকে নেওয়া।
ঠোঁটে শক্তিশালী আঠা বা ‘সুপার গ্লু’ লাগিয়ে মজা করতে গিয়েছিলেন তরুণ। সেই মজা পরিণত হল দুঃস্বপ্নে। আঠার জোরে আটকেই গেল তাঁর ঠোঁট। কেঁদে কূল পেলেন না তিনি। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের এক তরুণের সঙ্গে। মজা করে ঠোঁটে ‘সুপার গ্লু’ লাগিয়ে বিপদে পড়েন তিনি। ভিডিয়োয় দেখা গিয়েছে, দোকানের মধ্যে বসে নিজেকে ক্যামেরাবন্দি করছেন এক তরুণ। এর পর ঠোঁটে একটি আঠার মতো তরল লাগাতে দেখা যায় তাঁকে। সেই তরলের প্যাকেটে লেখা, ‘সুপার গ্লু’। কিছু ক্ষণ পরে ঠোঁট খোলার চেষ্টা করেন তরুণ। কিন্তু জোরালো আঠার জেরে অনেক চেষ্টা করেও তিনি তা খুলতে পারেন না। ছটফট করতে থাকেন। বিপদে পড়েছেন বুঝে কাঁদতে শুরু করেন তিনি। কিন্তু অনেক চেষ্টা করেও জোড়া ঠোঁট খুলতে সক্ষম হননি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ব্যাডিস_টিভি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো দেখেছেন অনেক মানুষ। ৫০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। তরুণের নির্বুদ্ধিতার জন্য তাঁর সমালোচনাও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘বেশ হয়েছে। যেমন পাকামি করতে গিয়েছে, তার ঠিক ফল পেয়েছে।’’