(বাঁ দিকে) সইফ আলি খান। সুশান্ত সিংহ রাজপুত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
মঙ্গলবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ৩৯তম জন্মদিন। বিশেষ দিনে অনুরাগীরা সমাজমাধ্যমে অভিনেতাকে স্মরণ করেছেন। অন্য দিকে মঙ্গলবারই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন আহত অভিনেতা সইফ আলি খান। লক্ষ্যণীয়, এক সময় সুশান্তকে তাঁর বাবার সঙ্গে তুলনা করেছিলেন সারা আলি খান।
নেপথ্য কারণ জানতে কয়েক বছর পিছিয়ে যেতে হবে। ২০২০ সালে সুশান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করেন সারা। সেই ছবিতে সুশান্তের পাশেই দাঁড়িয়ে রয়েছেন সইফ। ছবিটি সুশান্তের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দিল বেচারা’র সেটে তোলা হয়। সারা এই ছবি পোস্ট করে সইফ এবং সুশান্তের তুলনা টানেন। অভিনেত্রী লেখেন, “এই দু’জন মানুষ যাঁরা আমার সঙ্গে সাত্রে, ভ্যান গখ, টেলিস্কোপ, গিটার, সুমেরুপ্রভা, ক্রিকেট, পিঙ্ক ফ্লয়েড এবং অভিনয় নিয়ে কথা বলেছেন। তোমাদের মধ্যে অনেক মিল রয়েছে।”
উল্লেখ্য, ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সারা। সেই ছবিতে অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধেন সুশান্ত। তার পর থেকেই দু’জনে খুব ভাল বন্ধু হয়ে যায়। সেই সময় দু’জনে সম্পর্কে রয়েছেন বলেও গুজব ছড়ায়। তবে সে প্রসঙ্গে প্রকাশ্যে কোনও মন্তব্য তাঁরা করেননি। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের অকালপ্রয়াণের পরেও সমাজমাধ্যমে সুশান্তকে স্মরণ করেছিলেন সারা। সারার এই পোস্টটি এখনও তাঁর ইনস্টাগ্রামে রয়েছে। বিভিন্ন সময়ে অনুরাগীরা এই পোস্টে নানা মন্তব্যও করে থাকেন।