ছবি: এক্স থেকে নেওয়া।
পাহাড় কেটে কেটে মেঘ ভেসে বেড়াচ্ছে। কিন্তু সকলের নজর একই দিকে। লাল এবং নীল রং ছড়িয়ে প্যারাগ্লাইডিং করে নীচের দিকে নেমে আসছেন এক তরুণ। সকলে তাঁর দিকেই চেয়ে রয়েছেন। অনুষ্ঠান উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছেন বহু মানুষ। প্রধান অতিথিকে বসানোর জন্য আয়োজন করা হয়েছিল টেবিল এবং সোফার। তিনিও পাকিস্তানি তরুণের প্যারাগ্লাইডিং দেখছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে গণনায় ভুল করে ফেললেন তরুণ। সময়মতো গতি নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। তাই বেসামাল হয়ে প্রধান অতিথির প্রায় ঘাড়ের উপর নেমে পড়লেন তরুণ। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ২০২৩ সালের নভেম্বর মাসের। গিলগিট-বাল্টিস্তানে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে সেখানে জড়ো হয়েছিলেন অনেকেই। অনুষ্ঠানের প্রধান অতিথিকে বসানোর জন্য আলাদা ভাবে সোফা এবং টেবিলের আয়োজন করা হয়েছিল। আকাশে লাল এবং নীল রং ছড়িয়ে প্যারাগ্লাইডিং করছিলেন এক তরুণ।
তবে দিকনির্দেশ করে যে গতিতে তাঁর নীচে নামার কথা ছিল তা হয়নি। প্যারাগ্লাইডিং করে নীচের দিকে নামার সময় গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। বেসামাল হয়ে প্রধান অতিথির বসার জায়গায় নেমে পড়েন তরুণ। তরুণকে বেসামাল গতিতে নেমে আসতে দেখে সেখান থেকে সরে যান অতিথিরা। তরুণকে তীব্র গতিতে নামতে দেখে সেখানে ছুটে যান দুই পুলিশকর্মী। তরুণকে সামলে নেন তাঁরা। এই ঘটনায় অবশ্য কেউ আহত হননি। পুরনো এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসাহাসি শুরু করেন নেটাগরিকদের একাংশ। এক জন মজা করে বলেন, ‘‘স্পাইডারম্যান ছবিতে গ্রিন গবলিন এমন ভাবে সবুজ ধোঁয়া ছড়িয়ে নীচে নামত।’’