ছবি: সংগৃহীত।
পাশ কাটাতে গিয়ে সংঘর্ষে জড়াল একটি বড় ট্রাক ও বাইক। সংঘর্ষের ফলে বাইকটি ট্রাকের নীচে চলে যায়। সঙ্গে সঙ্গে মোটরবাইকটিতে আগুন ধরে যায়। মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলতে থাকে সেটি। বাইক থেকে ছিটকে পড়ে যান চালক। আগুন লেগে যায় তাঁর শরীরেও। রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন তিনি। এই ভয়াবহ দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা ভাইরাল হয়েছে। ‘জেসূর্যরেড্ডি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে যা দেখে আঁতকে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার তেলঙ্গানার মেডক জেলার তুপরান শহরের নরসাপুর চৌরাস্তায় একটি ট্রাকের সঙ্গে মোটরবাইকের ধাক্কা লাগে। সিসিটিভিতে দেখা গিয়েছে ট্রাকটির পাশ দিয়েই যাচ্ছিল বাইকটি। রাস্তার মোড় ঘুরতে গিয়েই ট্রাকটি বাইকটিকে ধাক্কা দেয়। আরোহীসমেত বাইকটি ট্রাকের নীচে ঢুকে যায়। মুহূর্তে আগুন ধরে যায় তাতে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ভয় পেয়ে যান পথচারীরা। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দশরথ নামে বাইকচালক গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।