ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের এন্টারপ্রাইজ় রিসোর্স প্ল্যানিং (ইআরপি) কমিটিতে প্রজেক্ট কম্পিউটার প্রোগ্রামার প্রয়োজন। শূন্যপদ দু’টি।
নিযুক্তকে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৫,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকা দেওয়া হবে। মোট ১১ মাসের চুক্তিতে ওই পদে নিযুক্তদের কাজ চলবে। আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্য়ক্তিদের ওই পদে নিয়োগ করা হবে। তবে, এর জন্য পাইথন, এপিআই, বুটস্ট্যাপ, এমওয়াইএসকিউএল ডেটাবেসের জ্ঞান থাকা প্রয়োজন। একই সঙ্গে ন্যূনতম এক বছর কোনও সরকারি কিংবা সরকার অধীনস্থ সংস্থায় কম্পিউটার প্রোগ্রামিং বিভাগে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
আবেদনকারীদের ইমেল মারফত সমস্ত নথি পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ ফেব্রুয়ারি। কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, সেই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।