Sleeping Mask

শীতে রুক্ষ ত্বকের যত্ন নেবে ‘স্লিপিং মাস্ক’, জিনিসটি কী, ব্যবহারই বা করে কী করে?

প্রসাধনীর বাজার ক্রমশই প্রশস্ত হচ্ছে। জনপ্রিয়তা বাড়ছে ‘স্লিপিং মাস্ক’-এর। অনলাইনে বা দোকানে হয়তো জিনিসটি দেখেছেন, তবে জানেন না কী তার ব্যবহার। জেনে নিন, কী ভাবে তা ব্যবহার করতে হয়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৩:৫৪
Share:

প্রসাধনীর বাজারে মেলে স্লিপিং মাস্ক। কী সেটি? ছবি:ফ্রিপিক।

ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং রূপচর্চার প্রাথমিক ধাপ। তবে শীতের মরসুমে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখা, দূষণের বাড়বাড়ন্তে তৈরি হওয়া ট্যানিংয়ের সমস্যা, বলিরেখা-সহ নানা কারণের জন্য প্রয়োজন হয় বাড়তি যত্নের। সেই কাজটি করে মাস্ক বা প্যাক।

Advertisement

তবে স্লিপিং মাস্ক বলে বাজারে যা পাওয়া যাচ্ছে, তা কি এই সমস্ত ঘরোয়া মাস্কের থেকে আলাদা? জিনিসটি কী?

স্লিপিং মাস্ক কী?

Advertisement

ত্বককে গভীর ভাবে আর্দ্র রাখার জন্য, প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখার জন্য ব্যবহৃত হয় স্লিপিং মাস্ক। বলা চলে, এটি ত্বকের বাড়তি যত্ন নয়। ঘুমের আগে এই মাস্ক মাখতে হয়। রাতভর এটি মেখেই ঘুমোতে হয় বলে এর এমন নামকরণ।

সাধারণ মাস্কের সঙ্গে তফাত কোথায়?

রাতভর মাস্ক মেখে শুয়ে থাকা? সে তো মোটেই স্বস্তিদায়ক নয়! এমন প্রশ্ন যে কারও মনেই উদয় হতে পারে। কারণ মাস্ক বলতে আমরা সাধারণত বুঝি ঘন মিশ্রণ, যা ত্বকে লাগানোর পরে শুকিয়ে যায়। মাস্ক যতই শুকোতে থাকে, ততই ত্বকে টান ধরে। ১৫-২০ মিনিট পর তা তুলে ফেলতে হয়। এ ক্ষেত্রে মাস্ক মেখে কেউ ঘুমোবেন কী করে?

স্লিপিং মাস্ক কিন্তু আর পাঁচটা মাস্কের মতো নয়। বরং এটি হয় ক্রিম বা জেলের মতো। ফলে দৈনন্দিন রুটিনেও এটি জুড়ে নিতে অসুবিধা নেই।

কেন হঠাৎ স্লিপিং মাস্ক মাখার দরকার হবে?

দূষণের বাড়বাড়ন্তে ত্বকের ক্ষতি হয়। বয়সের আগেই কারও ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে, কারও মুখে আবার রোদের তাপে ট্যান পড়ে যায়। রুক্ষ ত্বক যাঁদের, তাঁদের আবার শীতের মরসুমে মুখের লাবণ্যও উধাও হয়। রাতের দিকে এই মাস্ক ব্যবহারে এই সমস্ত সমস্যারই সমাধান হয়। ঠিকমতো ব্যবহারে ত্বক হয়ে ওঠে সজীব এবং সুন্দর।

উপযোগিতা

· আর্দ্রতা ধরে রাখা

· বলিরেখা দূর করা

· নিষ্প্রাণ ত্বকে জৌলুস ফেরানো

· ত্বকের বর্ণ উজ্জ্বল করা

· ক্ষতিগ্রস্ত কোষকে সারিয়ে তোলা

· মুখের চামড়া টানটান রাখা

যে কোনও ত্বকের জন্যই কী উপযোগী?

ত্বকের ধরন প্রত্যেকেরই আলাদা। সমস্যাও ভিন্ন। তা হলে স্লিপিং মাস্ক কারা ব্যবহার করবেন? স্লিপিং মাস্ক ব্যবহার করতে পারেন যে কেউ। তবে ত্বকের ধরন, সমস্যা অনুযায়ী সঠিক উপকরণযুক্ত মাস্কটি বাছাই করা জরুরি। হাইলুরোনিক অ্যাসিড, নিওসিনামাইড, রেটিনল, অ্যান্টিঅক্সিড্যান্ট, সেরামাইডস-সহ বিভিন্ন উপাদান স্লিপিং মাস্কে ব্যবহার হয়। তাদের কাজও ভিন্ন।

শুষ্ক ত্বকের জন্য: হাইলুরোনিক অ্যাসিড, গ্লিসারিন যুক্ত স্লিপিং মাস্ক এই ধরনের ত্বকের জন্য উপযোগী।

তৈলাক্ত ত্বক: এই ধরনের ত্বকের জন্য জেল জাতীয় স্লিপিং মাস্ক, কম তেল যুক্ত হালকা মাস্ক উপযোগী। নিওসিনামাইড রয়েছে, এমন প্রসাধনী বেছে নিতে পারেন।

স্পর্শকাতর ত্বক: অ্যালো ভেরা, ক্যালেন্ডুলা, ক্যামোমাইল রয়েছে, এমন স্লিপিং মাস্ক বেছে নিতে পারেন এই ধরনের ত্বক হলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement