অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। —প্রতিনিধিত্বমূলক ছবি।
অষ্টম বেতন কমিশন গঠনে বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শীঘ্রই কমিটির চেয়ারম্যান এবং দুই সদস্যকে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতার কাঠামো নির্ধারণ করে এই বেতন কমিশন। বেতন বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত নেয় কমিশন। নতুন বেতন কমিশন গঠনের অনুমোদন মেলায় আশায় বুক বাঁধছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ন্যূনতম মূল বেতন (বেসিক পে) কতটা বৃদ্ধি পাবে, আরও কী কী সুবিধা হবে, তা নিয়ে হিসাব কষতে শুরু করেছেন তাঁরা।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে এই টাকার অঙ্ক ঠিক করা হয়েছিল। ষষ্ঠ বেতন কমিশনে মাসে সাত হাজার টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মূল বেতন। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে কর্মচারীদের বেতন কাঠামো ২০১৬ সাল থেকে কার্যকর হয়। তার মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। সপ্তম বেতন কমিশন নির্ধারিত বেতন কাঠামোর মেয়াদ শেষ হওয়ার মুখে এ বার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অশ্বিনী জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন যাতে সময়ের মধ্যে সুপারিশ করতে পারে এবং ২০২৬ সাল থেকে তা কার্যকর করা যায়, সেই লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
বিভিন্ন রাজ্য সরকার এবং অন্য সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অশ্বিনী। বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন এবং অন্য ভাতাও পুনর্মূল্যায়নের বিষয়টি বিবেচনা করে বেতন কমিশনগুলি। আগামী মাসেই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। তার আগে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হল কেন্দ্রের তরফে। তবে কবে এই কমিশন গঠিত হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।