CSIR Govt Jobs

অনুবাদক প্রয়োজন, নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করল যাদবপুরের আইআইসিবি

সরাসরি গ্রুপ বি পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে ওই কাজের জন্য প্রতি মাসে ৩৬,৪০০ টাকা - ১,১২,৪০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:১১
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কাজের সুযোগ। এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ডি ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-তে গ্রুপ বি বিভাগে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে অনুবাদক হিসাবে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

এই কাজের জন্য প্রতি মাসে ৩৬,৪০০ টাকা - ১,১২,৪০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে। আবেদনের জন্য জমা দিতে হবে ৫০০ টাকা।

Advertisement

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement