(বাঁ দিকে) করিনা কপূর খান। সইফ আলি খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর ছুরির আঘাতে গুরুতর ভাবে জখম বলি অভিনেতা সইফ আলি খান। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ইতিমধ্যেই শেষ হয়েছে তাঁর কসমেটিক অস্ত্রোপচার। কিন্তু কী ভাবে আক্রান্ত হলেন সইফ? ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে পড়ার পরে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সইফ। সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়। পরিবারের কয়েক জন সদস্যও সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
সইফ আক্রান্ত হওয়ার পর ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন সইফের স্ত্রী, অভিনেত্রী করিনা কপূর খান। তাঁর একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়োয় দাবি করা হয়েছে, ভিডিয়োটি সইফের উপর হামলার কিছু ক্ষণ পরের। সইফের বাড়ির নীচেই নাকি সেটি ক্যামেরাবন্দি করা হয়েছে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন) ।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির নীচে চিন্তিত মুখে ঘোরাফেরা করছেন করিনা। তাঁর পরনে টি-শার্ট এবং পাজামা, হাতে ফোন। করিনার সামনে দু’জন মহিলা এবং এক পুরুষকেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে এক মহিলার সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে করিনাকে। ভাইরাল সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে ‘ভাইরাল ভায়ানি’ নামে অ্যাকাউন্ট থেকে। ওই অ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত বলি পাড়ার বিভিন্ন ছবি এবং ভিডিয়ো পোস্ট করা হয়। তাই নেটাগরিকদের একাংশের মতে, ভিডিয়োটি হয়তো সত্যিই দুর্ঘটনার ঠিক পরের মুহূর্তের।
ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। উল্লেখ্য, মুম্বইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সইফ। এই আবাসনেই অভিনেতার সঙ্গে থাকেন তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কপূর। সইফদের সঙ্গে থাকেন তাঁর দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ্। তবে ঘটনার সময় করিনা বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। কারণ এই ঘটনার কিছু ক্ষণ আগেই বোন করিশ্মা কপূর এবং দুই বন্ধু সোনম কপূর, রিয়া কপূরের সঙ্গে ‘পার্টি’ করার ছবি দিয়েছিলেন করিনা।