Syed Mushtaq Ali Trophy

চেন্নাইয়ের ২.২০ কোটির বোলারের এক ওভারে ২৯ রান হার্দিকের, ব্যাট হাতে ঢাকলেন বোলিংয়ের ব্যর্থতা

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে তামিলনাড়ুকে ৩ উইকেটে হারাল বরোদা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন হার্দিক। যদিও বল হাতে এ দিন ব্যর্থ হয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২২:৫০
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে হার্দিক পাণ্ড্যর দাপটে জয় পেল বরোদা। তামিলনাড়ুর বিরুদ্ধে হার্দিক করলেন ৩০ বলে ৬৯ রান। তামিলনাড়ুর গুরজাপনীত সিংহের এক ওভারে হার্দিক নিলেন ২৯ রান। চারটি ছক্কা এবং একটি চার মারেন সেই ওভারে। দু’দিন আগেই আইপিএল নিলামে গুরজাপনীতকে ২ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস।

Advertisement

বরোদার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও বোলার হার্দিকের দিনটা অবশ্য ভাল যায়নি বুধবার। ৩ ওভার বল করে ৪৪ রান দিয়েছেন। কোনও উইকেট পাননি। তাঁকে এক ওভারে তিনটি ছক্কা মেরেছেন তামিলনাড়ুর ব্যাটার বিজয় শঙ্কর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২২১ রান করে তামিলনাড়ু। নারায়ণ জগদীশন (৩২ বলে ৫৭), শাহরুখ খান (২৫ বলে ৩৯) এবং বিজয়ের (২২ বলে অপরাজিত ৪২) দাপটে বরোদার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য রাখে তামিলনাড়ু।

২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বরোদা। ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে জয়ের দরজায় পৌঁছে দেন হার্দিক। ৪টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ৬৯ রান করেন তিনি। ম্যাচের প্রথমার্ধে বিজয়ের হাতে মার খেয়ে কিছুটা বিধ্বস্ত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ব্যাট হাতে চেন্নাইয়ের ২.২০ কোটির বোলারের এক ওভারে ৩০ রান নিয়ে বদলা নিলেন তিনি। হার্দিক ছাড়াও বরোদার হয়ে ভাল রান করেছেন ভানু পানিয়া (২০ বলে ৪২) এবং নিনাদ রাথবা (১৯ বলে ২৯)। বল হাতে সাফল্য না পেলেও আগ্রাসী ইনিংসের জন্য ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন হার্দিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement