IPL 2025 Auction

লখনউকে বিদায়বার্তা রাহুলের, বেছে বেছে কৃতজ্ঞতা জানালেন প্রাক্তন অধিনায়ক, গোয়েন্‌কা আছেন তালিকায়?

আইপিএল নিলামে রাহুলকে ১৪ কোটি টাকা দিয়ে কিনেছেন দিল্লি কর্তৃপক্ষ। গত বছর পর্যন্ত তিনি ছিলেন লখনউয়ের অধিনায়ক। যদিও লখনউ কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয় গত মরসুমেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২১:০১
Share:

(বাঁ দিকে) লোকেশ রাহুল এবং সঞ্জীব গোয়েন্‌কা (ডান দিকে)। —ফাইল চিত্র।

লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে লোকেশ রাহুলের বিচ্ছেদ প্রত্যাশিতই ছিল। গত বছর আইপিএলে লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কা একটি ম্যাচ হারার পর রাহুলকে প্রকাশ্যেই ভর্ৎসনা করেছিলেন। প্রবল সমালোচনার মুখে লখনউ কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সমস্যা মেটেনি। এ বার রিটেনশনের আগেই লখনউ কর্তৃপক্ষকে রাহুল জানিয়ে দিয়েছিলেন থাকতে চান না। আইপিএল নিলামের পর সমাজমাধ্যমে লখনউকে বিদায় জানালেন ভারতের অন্যতম সেরা ব্যাটার।

Advertisement

সমাজমাধ্যমে রাহুল লিখেছেন, ‘‘কোচ, সতীর্থ এবং সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা এলএসজির সঙ্গে আমার যাত্রা অবিস্মরণীয় করে তুলেছেন। বিশ্বাস রাখার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাকে শক্তি দিয়েছে। স্মৃতি তৈরি করেছে। এ বার নতুন ভাবে শুরু করব।’’ উল্লেখযোগ্য হল, লখনউ কর্তৃপক্ষের সম্পর্কে কিছু বলেননি দলের প্রাক্তন অধিনায়ক।

এ বার আইপিএল নিলামে রাহুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। নতুন দলকে নিয়েও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পেরে আমি দারুণ খুশি। ভীষণ উত্তেজিত লাগছে। দিল্লির সঙ্গে নতুন যাত্রা শুরু করব। দলটা বেশ ভাল হয়েছে। নতুন মরসুমের জন্য আর তর সইছে না। দিল্লিতে আসার অপেক্ষায় রয়েছি। দিল্লির স্টেডিয়ামে খেলে সকলের মনোরঞ্জন করতে চাই। আশা করি সমর্থকদের পাশে পাব।’’

Advertisement

উল্লেখ্য, নিলামে রাহুলকে ১৪ কোটি টাকা দিয়ে কিনেছেন দিল্লি কর্তৃপক্ষ। সম্ভবত তিনিই দলকে নেতৃত্ব দেবেন। গত বছরের তিক্ত অভিজ্ঞতাকে সরিয়ে রেখে রাহুল নতুন করে শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement