ঘরোয়া টোটকাতেই ঝকঝকে হবে দাঁত। ছবি: সংগৃহীত।
চোখের সামনে মজার ঘটনা ঘটছে! কিন্তু প্রাণ খুলে হাসতে পারছেন না। কেন? কারণ, দাঁতের হলদেটে ছোপ। মেকআপ করে মুখের খুঁত ঢাকা দেওয়া যায়, কিন্তু গায়ের জোরে ব্রাশ ঘষে ঘষে মাজলেও তো দাঁতের হলদেটে দাগ তোলা যায় না।
যাঁরা অতিরিক্ত ধূমপান করেন বা ঘন ঘন চা-কফি খান, তাঁদের দাঁতে এই ধরনের ছোপ পড়া স্বাভাবিক। অনেকে আবার পয়সা খরচ করে চিকিৎসকের কাছে গিয়ে দাগ তোলানোর ব্যবস্থাও করেন। তবে দাগ তোলার জন্য ঘরোয়া টোটকার উপরেও ভরসা করেন অনেকে। জেনে নিন সেগুলি কী।
দাঁতের হলুদ ছোপ তুলতে কী কী ব্যবহার করা যায়?
১) কথায় আছে না, বিষে বিষে বিষক্ষয়! দাঁতের হলদেটে দাগছোপ দূর করতে সেই হলুদকেই কাজে লাগাতে পারেন। শুধু হলুদ নয়, নারকেল তেলে এক চিমটে হলুদ মিশিয়ে তা দিয়ে দাঁত মাজতে পারেন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে কুলকুচি করে নিলেই হলদেটে ছোপ দূর হয়ে যাবে।
২) পুদিনা পাতা ভেজানো জল দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। সঙ্গে দাঁতের হলদেটে দাগছোপও দূর করতে পারে এই ভেষজ। জলে ভিজিয়ে রাখার মতো সময় হাতে না থাকলে কয়েকটি পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করতে পারেন। তাতেও কাজ হয়।
৩) সর্ষের তেলের সঙ্গে এক চিমটে সৈন্ধব লবণ মিশিয়ে নিন। দাঁতের হলদেটে দাগছোপ তুলতে এই মিশ্রণ দারুণ কাজের। এটি জিভের উপর জমা ময়লা, ব্যাক্টেরিয়ার আস্তরণ পরিষ্কার করতেও সাহায্য করে।