Curry Leaves for Skin

ত্বকের তারুণ্য ধরে রাখার মন্ত্র জানে কারিপাতা! কী এমন আছে এতে? কী ভাবে মাখতে হয়?

অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানে সমৃদ্ধ কারিপাতা ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে। সে ক্ষেত্রে মুখে ব্রণের বাড়বাড়ন্ত রুখতেও এটি ব্যবহার করা যেতে পারে। আবার, ত্বকে বয়সের ছাপ পড়ার গতিও শ্লথ করে দেওয়া যায় কারিপাতা দিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৫
Share:

কারিপাতা মাখলে ত্বকের জেল্লা বৃদ্ধি পায়। ছবি: সংগৃহীত।

খাবারে কারিপাতা দেওয়ার চল অনেক দিন। বেশ কিছু দিন যাবৎ কারিপাতা দিয়ে কেশচর্চা করতেও শুরু করেছেন। কিন্তু পাতা বেটে যে মুখেও মাখা যায়, তা হয়তো অনেকেই জানেন না। আয়ুর্বেদ বলছে, কারিপাতার ব্যবহার অনেকটা নিমপাতার মতোই। ত্বকে ঘাম বসে ঘামাচি কিংবা র‌্যাশ বার হলে কারিপাতা ভেজানো জল দিয়ে স্নান করার রেওয়াজ রয়েছে দক্ষিণ ভারতে। তবে কারিপাতার গুণ এখানেই শেষ নয়। অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানে সমৃদ্ধ এই পাতাটি ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে। সে ক্ষেত্রে মুখে ব্রণের বাড়বাড়ন্ত রুখতেও এটি ব্যবহার করা যেতে পারে। আবার, ত্বকে বয়সের ছাপ পড়ার গতিও শ্লথ করে দেওয়া যায় কারিপাতা দিয়ে।

Advertisement

কারিপাতায় কী এমন রয়েছে?

১) ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না কারিপাতা। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, অ্যান্টিঅক্সিড্যান্টের ভান্ডার হল কারিপাতা। এই উপাদানটি নতুন কোষ উৎপাদনে সাহায্য করে। এ ছাড়া কারিপাতায় রয়েছে ভিটামিন এ এবং সি, যেগুলি কোলাজেন উৎপাদনের ক্ষেত্রে অনুঘটকের কাজ করে।

Advertisement

২) কারিপাতায় অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদানও রয়েছে, যেগুলি মুখে ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। ‘রিভিউজ় ইন ফুড অ্যান্ড এগ্রিকালচার’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ত্বকের অ্যালার্জি বা সংক্রমণজনিত সমস্যা নিরাময়ে ঘরোয়া টোটকা হিসাবে কারিপাতার মিশ্রণ দারুণ কাজের। দু’-চারটি করে কারিপাতা রোজ খেলে রক্ত পরিস্রুতও হয়।

৩) কারিপাতায় ভিটামিন সি রয়েছে। তাই মুখে কারিপাতার মিশ্রণ মাখলে পিগমেন্টেশন বা দাগছোপ থাকলে তা ধীরে ধীরে মিলিয়ে যায়।

কারিপাতা কী ভাবে মাখতে হয়?

১) কারিপাতা বেটে তার সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন। মিনিট পনেরো এই মিশ্রণ মুখে মেখে, তার পর ধুয়ে নিলেই কাজ শেষ। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং কালচে দাগছোপ তুলতে সাহায্য করে এই প্যাক।

২) ত্বকের প্রদাহজনিত সমস্যা, লালচে ভাব দূর করবে কারিপাতা এবং অ্যালো ভেরার প্যাক। কারিপাতা বেটে তার সঙ্গে পরিমাণ মতো অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। মিনিট দশেক মুখে মেখে রাখুন। তার পর ধুয়ে ফেলুন।

৩) কারিপাতা বাটার সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে বানিয়ে নিন অ্যান্টি-অ্যাকনে প্যাক। মিনিট পনেরো মেখে রাখুন। তার পর ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement