Electoral Bonds

উত্তরাখণ্ডে ভেঙে পড়া সুড়ঙ্গের নির্মাণসংস্থা বিজেপিকে দিয়েছিল কত কোটি? মিলল বন্ড-তথ্য

২০১৮ সালের গোড়ায় সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গ নির্মাণের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। ২০১৯-এর গোড়ায় বন্ড কেনে বরাত পাওয়া সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১১:০১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভেঙে পড়া সেই সুড়ঙ্গের নির্মাণকারী সংস্থা ‘নবযুব ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’ নির্বাচনী বন্ডের মাধ্যমে ৫৫ কোটি টাকা চাঁদা দিয়েছিল বিজেপিকে! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশনের কাছে বন্ড সংক্রান্ত যে নথি জমা দিয়েছে, তাতেই এ বিষয়ে তথ্যপ্রমাণ রয়েছে।

Advertisement

শীর্ষ আদালতের নির্দেশ মেনে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটেও সেই তথ্য দিয়েছে। সেই তথ্য বলছে, ২০১৯ সালের ১৯ এপ্রিল থেকে ২০২২-এর ১০ অক্টোবর পর্যন্ত ১ কোটি টাকার মোট ৫৫টি নির্বাচনী বন্ড কিনেছিল হায়দরাবাদের সংস্থা নবযুব ইঞ্জিনিয়ারিং। তার সবগুলিই জমা পড়েছিল বিজেপির তহবিলে।

ঘটনাচক্রে, ২০১৮ সালের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের চারধাম প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গ নির্মাণের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। তার মাথায় ছিলেন স্বয়ং মোদী। ওই বছরেই নির্মাণের বরাত পেয়েছিল ওই নবযুব ইঞ্জিনিয়ারিং। তবে বরাত পাওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের চাঁদা দিতে হয়েছিল কি না, সে বিষয়ে ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সি শ্রীধর কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

মোট চার কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছিল ১,৩৮৩ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ছিল চার বছর। ২০১৯-এ সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পের কাজ যখন প্রায় শেষের দিকে ঠিক তখনই, ২০২৩ সালের ১২ নভেম্বরের ভোরে সিল্কিয়ারার ওই সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। টানা ১৭ দিনের প্রচেষ্টার পরে ২৮ নভেম্বর ‘ইঁদুরের গর্ত’ (যার পোশাকি নাম ‘র‌্যাট-হোল মাইনিং’) পদ্ধতির সাহায্যে উদ্ধার করা হয় ওই শ্রমিকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement