Viral Video

ভিখারির হাতে আইফোন! আয় দেড় লক্ষ, নগদেই কিনেছেন শখের ফোন, ভিডিয়ো ভাইরাল

এক তরুণের হাত আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ফোন। ওই তরুণ রাজস্থানের আজমের শহরের বাসিন্দা। ভিক্ষা করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন তিনি। এমনটাই দাবি তরুণের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৪:৩১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হাতে নতুন ফোন উঁকি দিচ্ছে। বহু বছর ধরে শখ ছিল আইফোন কেনার। শখপূরণও করলেন তিনি। তবে কাজকর্ম কিছুই করেন না তিনি। ভিক্ষা করেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন। তা দিয়ে আইফোন কিনেছেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘রোহিত_ইনফর্মস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক তরুণের হাত আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ফোন। ওই তরুণ রাজস্থানের আজমের শহরের বাসিন্দা। ভিক্ষা করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন তিনি। এমনটাই দাবি তরুণের। মাসিক কিস্তি দিয়ে নয়। বরং পুরো দাম দিয়েই আইফোনটি কিনেছেন তিনি।

ফোনটি কিনতে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান তরুণ। এত টাকা কোথায় পেলেন তা প্রশ্ন করায় তরুণ বলেন, ‘‘ভিক্ষা করে।’’ আইফোন কিনে তরুণের মুখে হাসি যেন আর ধরে না। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই মন্তব্যের বন্যা বয়ে যায়। এক জন নেটাগরিক মজা করে লেখেন, ‘‘চাকরি বাকরি না করে যদি ভিক্ষা করতাম তা হলে মনে হয় ভাল হত।’’ আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘শখপূরণের জন্য তিনি যে টাকা জমিয়ে আইফোন কিনেছেন তা দেখে ভাল লাগছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement