অসমে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তৃতীয় শ্রেণির ছাত্র। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
অসমের ডিমা হাসাওয়ে উল্টে গেল স্কুল বাস। প্রাণ হারাল তৃতীয় শ্রেণির এক পড়ুয়া। দুর্ঘটনায় প্রায় ২০ জন পড়ুয়া আহত। তাঁদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার স্কুলে যাওয়ার পথে উমরাংশো থানার অধীন এলাকায় বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরেই এই দুর্ঘটনা হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক দেবজিৎ বোরা জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই স্কুল ছাত্রের। তার নাম দালিমার রঙ্গহাঙ্গপি। প্রায় ১৬ জন পড়ুয়া ছোটখাট চোটআঘাত পেয়েছে। ছ’জন পড়ুয়ার আঘাত গুরুতর। তাদের হোজাইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এই দুর্ঘটনার পরে রাজ্যে স্কুলপড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ এবং প্রশাসনের দিকেও আঙুল তুলেছেন অভিভাবকেরা। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন গাড়ির নিয়ন্ত্রণ হারাল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।