Patna Oxygen Cylinder Blast

পটনায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত এক, গুরুতর জখম আরও এক জন

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকাই জোরালো বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায়। তার পরই দেখা যায়, নার্সিংহোমের পাশে একটি ঘরে রক্তাক্ত অবস্থায় দু’জন পড়ে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৮:৪০
Share:

পটনায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

পটনায় একটি নার্সিংহোমের পাশে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃত্যু হল। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক জন। শনিবার ঘটনাটি ঘটেছে আগমকুঁয়া এলাকায়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকাই জোরালো বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায়। তার পরই দেখা যায়, নার্সিংহোমের পাশে একটি ঘরে রক্তাক্ত অবস্থায় দু’জন পড়ে রয়েছেন। স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রমোদ। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে, নার্সিংহোমের বেশ কয়েকটি জানলার কাচ ভেঙে যায়। এ ছাড়াও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পরই এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। তবে কেন এই বিস্ফোরণ, তা জানান যায়নি বলে তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন। বিস্ফোরণের কারণ খুঁজছে পুলিশ। বেআইনি ভাবে অক্সিজেন সিলিন্ডার মজুত করা হয়েছিল কি না তা-ও দেখা হচ্ছে।

Advertisement

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, হঠাৎই জোরালো বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। চার দিকে তখন ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। তখনও কেউ বুঝে উঠতে পারেননি এই ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। ধোঁয়া একটু পরিষ্কার হতেই দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement