মাইন বিস্ফোরণের পরে রাজৌরিতে সেনা তৎপরতা। ছবি: পিটিআই।
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়েছেন ভারতীয় সেনার ছ’জন জওয়ান। তাঁদের রাজৌরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে এক জনের চোট গুরুতর। বাকিরা অল্পবিস্তর আহত হয়েছেন।
মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া রাজৌরি জেলার নওশেরার ভবানী সেক্টরে ওই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় (নর্দার্ন) কম্যান্ড সূত্রে জানা গিয়েছে। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে ওই এলাকাতেই ‘অ্যান্টি পার্সোনেল’ ল্যান্ডমাইন বিস্ফোরণে এক সেনা জওয়ানের পা উড়ে গিয়েছিল।
নিয়ন্ত্রণেখায় ওই ল্যান্ডমাইন পাক মদতপুষ্ট জঙ্গিরা বিছিয়েছিল কি না, সে বিষয়ে সেনার তরফে কিছু জানানো হয়নি। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে সেনার তরফে নির্দিষ্ট কিছু এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়। ভুলবশত তারও কোনও একটির কবলে পড়তে পারেন টহলদার সেনারা।