অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল ছবি।
পড়শি রাজ্য হরিয়ানায় গত বছর বিধানসভা ভোটের আগে জাঠ সংরক্ষণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এ বার সেই বিতর্ক পাড়ি দিল দেশের রাজধানী দিল্লিতে। ঘটনাচক্রে, বিধানসভা ভোটের আগেই।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র নেতা অরবিন্দ কেজরীওয়াল সোমবার বিজেপির বিরুদ্ধে দিল্লির জাঠদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার জাঠদের ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) তালিকাভুক্ত না করার ফলেই তাঁরা সংরক্ষণের কোনও সুবিধা পাচ্ছেন না।’’
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। সেখানে ক্ষমতাসীন আপের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। ২০১৬ সালে হরিয়ানায় জাঠ আন্দোলনের পরে সে রাজ্যের বিজেপি সরকার পৃথক সংরক্ষণের সুবিধা ঘোষণা করলেও আদালতের নির্দেশে তা বাতিল হয়ে গিয়েছিল। যদিও রাজস্থানে জাঠদের জন্য সংরক্ষণের সুবিধা রয়েছে। রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন, সে কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে জাঠেদের কেন্দ্রীয় ভাবে ওবিসি তালিকাভুক্ত না করার বিষয়টি উস্কে দিতে চেয়েছেন কেজরী।
কেজরী সোমবার বলেন, ‘‘রাজস্থানের জাঠেরা দিল্লি বিশ্ববিদ্যালয় এবং এর কলেজে ভর্তি হতে পারেন, এমস, সফদরজং হাসপাতাল এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি পেতে পারেন। কিন্তু দিল্লির জাঠেরা নয়। কারণ, তাঁদের কেন্দ্রীয় ভাবে ওবিসি তালিকাভুক্ত করা হয়নি।’’ অন্য দিকে, আপের বিরুদ্ধে বিজেপির তোলা ‘বাংলাদেশি এবং রোহিঙ্গা’ অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার অভিযোগের জবাব দিয়েছেন কেজরী ঘনিষ্ঠ সাংসদ সঞ্জয় সিংহ। তিনি বলেন, ‘‘শুরু দিল্লি নয়, সীমান্ত পেরিয়ে বাংলাদেশি এবং রোহিঙ্গারা সারা ভারতে ছড়িয়ে পড়ছেন। বিজেপির মদতেই এমন ঘটছে। কারণ, সীমান্তের সুরক্ষার ভার কেন্দ্রের হাতে।’’