(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল এবং রাহুল গান্ধী (ডান দিকে)। —ফাইল চিত্র।
‘ইন্ডিয়া’র ফাটল আরও চওড়া হল দিল্লিতে। সোমবার বিধানসভা ভোটে আনুষ্ঠানিক ভাবে প্রচার শুরু করেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিশানা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে। অভিযোগ করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতোই মিথ্যা প্রতিশ্রুতি দেন কেজরী। কিছু ক্ষণের মধ্যেই সেই সমালোচনার জবাব দিলেন আপ প্রধানও।
উত্তর-পূর্ব দিল্লির সীলামপুরে কংগ্রেসের সমাবেশে রাহুল বলেন, ‘‘আপনারা কেজরীওয়ালজিকে প্রশ্ন করুন, তিনি জাতগণনা এবং অনগ্রসরদের জন্য সংরক্ষণ চান কি না। আমরা যখন জাতগণনার কথা বলি, তখন প্রধানমন্ত্রী মোদী এবং কেজরীওয়াল, কারও কাছ থেকে একটি শব্দও শুনি না। কেজরীওয়াল এবং মোদীর মধ্যে কোনও পার্থক্য নেই। দু’জনেই মিথ্যা প্রতিশ্রুতি দেন।’’
এর পরেই রাহুলের মন্তব্য, ‘‘পিছিয়ে পড়া শ্রেণি এবং সংখ্যালঘু জনগোষ্ঠী তাঁদের প্রাপ্য অধিকার পান, মোদী বা কেজরী কেউই তা চান না।’’ রাহুলের ওই মন্তব্যের ঘণ্টাখানেকের মধ্যেই ‘জবাব’ আসে কেজরীর তরফে। আপ প্রধান এক্স পোস্টে লেখেন, ‘‘আজ রাহুল গান্ধী দিল্লিতে এসেছেন। তিনি আমাকে অনেক গালাগালিও করেছেন। কিন্তু আমি তাঁর বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করব না। তাঁর লড়াই কংগ্রেসকে বাঁচানোর জন্য। আমার লড়াই দেশকে বাঁচানোর জন্য।’’
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। সেখানে প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আপ এবং কংগ্রেস। যদিও গত বছর লোকসভা ভোটে দিল্লিতে আসন সমঝোতা করে লড়েছিল দু’দল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশের সমাজবাদী পার্টি (এসপি) ইতিমধ্যেই দিল্লির ভোটে বিজেপিকে হারাতে আপকে সমর্থন করেছে।
লোকসভার সাংসদ সংখ্যার হিসাবে এসপি ‘ইন্ডিয়া’র দ্বিতীয় বৃহত্তম শরিক। তৃণমূল তৃতীয় বৃহত্তম। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)-ও কেজরীর দলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। কেজরী আগেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসকে অপসারণের দাবি তুলেছিলেন। সোমবার আপ প্রধানের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে রাহুল বলেন, ‘‘আপনাদের মনে আছে, শীলা দীক্ষিত যখন মুখ্যমন্ত্রী ছিলেন কেজরীওয়াল দিল্লিকে জঞ্জালমুক্ত, দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিতেন। এত বছরেও কি সেই প্রতিশ্রুতি পালন করেছেন?’’