ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রান্নার কাজে কাঠকয়লার জ্বালানি ব্যবহার করা যাবে না। —ফাইল চিত্র।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রান্নার কাজে কাঠকয়লার জ্বালানি ব্যবহার করা যাবে না। এটা কলকাতা পুরসভাকেই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট স্মৃতিসৌধের দূষণ রোধ এবং ধর্মতলা বাসস্ট্যান্ড স্থানান্তরকরণ সংক্রান্ত এক মামলায় আগেই এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু গঙ্গাসাগরমুখী জনতা ময়দান চত্বরে থাকাকালীন নিজেদের রান্নার প্রয়োজনে সেই কাঠকয়লার জ্বালানিই ব্যবহার করছেন। সংশ্লিষ্ট মামলায় এই প্রসঙ্গ ওঠার পরিপ্রেক্ষিতে হাই কোর্ট কলকাতা পুরসভাকে অবিলম্বে এক সমীক্ষার নির্দেশ দিয়েছে।
সংশ্লিষ্ট সমীক্ষায় গঙ্গাসাগরমুখী জনতার অস্থায়ী আস্তানা কতটা অস্বাস্থ্যকর, তা নির্ধারণের পাশাপাশি সেখানে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হচ্ছে, তা দেখতে কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে সামগ্রিক পরিস্থিতি কী ভাবে উন্নত করা যায় এবং কাঠকয়লার জ্বালানির বিকল্প হিসাবে কী ব্যবহার করা যায়, সেখানকার বর্জ্য কোন পথে বার করা যায়— এমন একাধিক বিষয়ে সুরাহার ব্যাপারে পুরসভাকে সুপারিশ জমা করতে বলা হয়েছে। কারণ আবেদনে বলা হয়েছে, কাঠকয়লার জ্বালানি ব্যবহারের কারণে দূষণ হচ্ছেই। একই সঙ্গে শৌচালয়ের পর্যাপ্ত পরিকাঠামো না থাকার জন্য পরিবেশও ক্রমশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
সেই সঙ্গে ধর্মতলা বাসস্ট্যান্ড স্থানান্তরকরণের প্রসঙ্গও উঠে এসেছে। মামলার আবেদনকারী সুভাষ দত্ত জানাচ্ছেন, ওই বাসস্ট্যান্ড উন্নত করতে কী পদক্ষেপ করা হচ্ছে, সে সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট রাজ্য সরকারকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।